বর্তমানে ওই রোগীর অবস্থা স্থিতিশীল। যদিও তিনি আপাতত জেলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। আসানসোল জেলা হাসপাতাল, এসএসকেএম হাসপাতাল এবং টেলিমেডিসিন পরিষেবাকে ধন্যবাদ জানিয়েছেন রোগীর পরিবারের সদস্যরা। চিকিৎসা ক্ষেত্রে টেলিমেডিসিনেরএই সাফল্য যথেষ্ট গুরুত্বপূর্ণ সফল মাইলস্টোন বলে মনে করছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। তাদের আশা, আগামী দিনে টেলি মেডিসিন পরিষেবার মাধ্যমে বড় বড় হাসপাতাল গুলির সঙ্গে যোগাযোগ স্থাপন করে অনেক মুমূর্ষ রোগীর প্রাণ বাঁচানো সম্ভব হবে।
advertisement
এই বিষয়ে চিকিৎসক গৌতম মন্ডল বলেছেন, রোগী যখন ভর্তি হয় ,তারপরে আমরা হাসপাতাল চত্বরে গ্রীন করিডোর করে সিটি স্ক্যানের ব্যবস্থা করি। তারপর তৎপরতার সঙ্গে জেলা হাসপাতালের ক্রিটিকাল কেয়ার ইউনিটের বেডে দেওয়া হয় ওই রোগীকে। তার চিকিৎসা প্রক্রিয়া চালু করার জন্য কলকাতা এসএসকেএম হাসপাতালে নিউরোলজিস্ট ডিপার্টমেন্টের নিউরো হাবের বিশেষজ্ঞ চিকিৎসকদের সঙ্গে অনলাইনের মাধ্যমে যোগাযোগ করা হয়।
আরও পড়ুন: হাউ হাউ করে কাঁদছে ! অটোর মধ্যেই যৌন হেনস্থার শিকার স্কুল ছাত্রী!
তারপর পেসেন্টের সিটি স্ক্যান রিপোর্টও অনলাইনে চিকিৎসককে দেখানো হয়। সেখান থেকে রোগীকে সুস্থ করে তোলার জন্য আমাদের পরামর্শ দেন নিউরো বিশেষজ্ঞ চিকিৎসকরা। সেই মতো আমরা চিকিৎসা করি। কয়েক ঘন্টার মধ্যেই স্পেশাল কিছু করতে পারি এবং মূল্যবান ইনজেকশন রোগীকে দেওয়া হয় হাসপাতালের পক্ষ থেকে। বর্তমানে রোগীর অবস্থা অনেকটাই সুস্থ। এই পরিষেবার জন্য এসএসকেএম হাসপাতালের চিকিৎসক এবং টেলিভিশন পরিষেবাকে ধন্যবাদ দিয়েছেন দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক। অন্যদিকে রোগীর পরিবারের সদস্যরাও চিকিৎসার সঙ্গে যুক্ত সবাইকে ধন্যবাদ দিয়েছেন।
Nayan Ghosh





