তিনি জানান, আগামী দিনেও রাজ্যের স্বাস্থ্য দফতরের অধীনে নার্সের কাজ করে যেতে চান। রেনু খাতুনের এই অদম্য মনোবল দেখে কুর্নিশ প্রকাশ করছেন হাসপাতালের চিকিৎসক থেকে স্বাস্থ্যকর্মীরা। ইতিমধ্যেই রেনুর এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছে রাজ্যের নার্সদের সংগঠন। অন্যদিকে তার সঙ্গে হাসপাতালে এসে দেখা করে গিয়েছেন মহিলা কমিশনের চেয়ারপার্সন লীনা গঙ্গোপাধ্যায়। তিনি রেনুর পাশে থাকার বার্তা দিয়েছেন। পাশাপাশি দাবি জানিয়েছেন, যাতে তার স্বামীসহ দোষীরা উপযুক্ত শাস্তি পায়। রেনু খাতুন নিজে একই বিষয়ে সাওয়াল করেছেন। তিনি বলেছেন, যাতে তার স্বামী এবং অভিযুক্তরা উপযুক্ত শাস্তি পায়। পাশাপাশি তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আর্জি জানিয়েছেন, যাতে তিনি হাসপাতাল থেকে ফিরে কর্মক্ষেত্রে যোগ দিতে পারেন।
advertisement
রেনুকে আপাতত হাসপাতালেই থাকতে হবে আগামী কয়েকদিন চিকিৎসার জন্য। ততদিন সময় নষ্ট না করে রেনু খাতুন আগামী দিনের জন্য ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করে দিয়েছেন। যে ছবি মন কেড়ে নিয়েছে হাসপাতালের চিকিৎসক থেকে শুরু করে সবার। জীবন যুদ্ধে রেনুর প্রয়াস সফল হবেই, এমনটাই আশা সকলের।
Nayan Ghosh