দুর্গাপুরের গোপালমাঠ দুবচুরিয়া এলাকার বাসিন্দা ছোটন ঘোষ। এলাকাবাসীর কাছে তিনি মনু নামে পরিচিত। সেই ছোটন ঘোষ তৈরি করে ফেলেছেন চন্দ্রযান তিনের প্রতিলিপি। থার্মোকল, প্লাইউড, রড ইত্যাদি ব্যবহার করে তিনি চন্দ্রদান ৩ তৈরি করেছেন। তাঁর বন্ধুদের সহযোগিতায় তৈরি হয়েছে চন্দ্রযানের প্রতিলিপি। যুবকের তৈরি এই রকেট আকাশে ওড়ানোর জন্য ব্যবহার করা হয়েছে গ্যাস এবং ফায়ার সিস্টেম। পাশাপাশি রকেট উড়াতে তিনি ব্যবহার করেছেন রিমোট কন্ট্রোল। যা নিজের ফোনের সঙ্গে কানেক্ট করে তিনি চন্দ্রযান তিন আকাশে উড়িয়েছেন।
advertisement
উল্লেখ্য, মেশিনপত্র নিয়ে খেলা করতে থাকা ছোটন ঘোষ আগেও সংবাদ শিরোনামে উঠে এসেছিলেন। বেশ কয়েক মাস আগে তিনি দশ সিটের একটি বাইক বানিয়ে চমকে দিয়েছিলেন সকলকে। পেশায় ডেকোরেটর এবং ফুল ব্যবসায়ী হলেও, ছোট থেকেই মেকানিক্যাল এবং যন্ত্রপাতি নিয়ে নানারকম গবেষণা চালাতে এক্সপার্ট ছোটন ঘোষ। চন্দ্রযান তিন লঞ্চ করার পরেই তিনি ইসরোর বিজ্ঞানীদের অভিনন্দন জানাতে চন্দ্রযান তিনের প্রতিলিপি তৈরি করার সিদ্ধান্ত নেন। আর কয়েক দিনের পরিশ্রমে নিজের স্বপ্নকে বাস্তবায়িত করতে পেরেছেন এই যুবক। ছোটনের এই প্রয়াসকে সাধুবাদ দিয়েছেন শহরের মানুষ।
Nayan Ghosh