পুরসভার তহবিল থেকে ২ লক্ষ টাকা ব্যয় করে এই রাস্তাটি তৈরি করা হবে বলে জানা গিয়েছে। আর দীর্ঘদিনের দাবি মেনে রাস্তা তৈরি হতে চলায় খুশি এলাকার মানুষজন। সূত্রের খবর, আসানসোল পৌর নিগমে এই মুহূর্তে কিছুটা আর্থিক সমস্যা রয়েছে। যদিও দ্রুত সেই সমস্যা মিটিয়ে তুলতে বিভিন্ন রকম পদক্ষেপের চিন্তাভাবনা করেছে আসানসোল পৌরনিগম। তবে অর্থ সংকট থাকলেও, জন পরিষেবা যাতে ব্যাহত না হয়, তার জন্য আসানসোল পৌরনিগম নানান উন্নয়নমূলক কাজকর্ম চালিয়ে যাচ্ছে।
advertisement
আরও পড়ুনঃ স্থানীয়দের উদ্যোগে নর্দমা থেকে উদ্ধার অসুস্থ গরু
আর সেজন্যই আসানসোল পৌরনিগমের ৬০ নম্বর ওয়ার্ডে অবস্থিত বাবনডিহার কবরস্থান যাওয়ার রাস্তাটির তৈরিতে উদ্যোগী হয়েছে আসানসোল পৌরনিগম। রাস্তা তৈরীর প্রকল্পের উদ্বোধন করেছেন মেয়র বিধান উপাধ্যায়। সঙ্গে ছিলেন ডেপুটি মেয়র ওয়াসিমুল হক। তাছাড়াও বিশিষ্টরা উপস্থিত ছিলেন সেখানে। বাবনডিহা এলাকার কবরস্থান যাওয়ার পাকা রাস্তা না থাকার জন্য, অনেককেই সমস্যায় পড়তে হতো বলে দাবি স্থানীয়দের। সেজন্যই ওই এলাকায় একটি পাকা রাস্তার দাবি ছিল। যা অবশেষে পূরণ হতে চলেছে। যাতে খুশি এলাকাবাসী।
Nayan Ghosh