TRENDING:

West Burdwan News : বেআইনি নির্মাণের খেসারত দিল গার্ডেনরিচ! গগনচুম্বি ইমারত চিন্তা বাড়াচ্ছে আসানসোলের

Last Updated:

রাজ্যের দ্বিতীয় বৃহত্তম পুরনিগম এলাকা আসানসোল। এখানে রয়েছে একাধিক বহুতল ভবন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
আসানসোল, পশ্চিম বর্ধমান : বেআইনি নির্মাণের খেসারত দিতে হয়েছে মহানগর কলকাতাকে। গার্ডেররিচে মধ্যরাতে ভেঙে পড়েছে বহুতল ভবন। যার বলি হয়েছে অনেকগুলি প্রাণ। আর এই ঘটনার পর থেকে চিন্তা বাড়ছে আসানসোলের মানুষের। রাজ্যের দ্বিতীয় বৃহত্তম পুরনিগম এলাকা আসানসোল। এখানে রয়েছে একাধিক বহুতল ভবন। কিন্তু এই শহরেও কি রয়েছে বেআইনি নির্মাণ? খনি শহরেও কি হতে পারে এমন ভয়াবহ দুর্ঘটনা?
advertisement

উল্লেখ্য, এর আগে বেআইনি নির্মাণ ভাঙতে দেখা গিয়েছে আসানসোল পুরনিগমকে। কখনও বেআইনিভাবে ফুটপাত দখল উচ্ছেদ করা হয়েছে, কখনও বেআইনি পার্কিং তুলে দেওয়া হয়েছে। আবার বেআইনি নির্মাণ ভেঙে ফেলা হয়েছে অতীতে। তবে গার্ডেনরিচের ঘটনার পর থেকে চিন্তা বাড়ছে শহরের মানুষের মনে। কিন্তু এই বিষয়ে আশ্বস্ত করেছেন আসানসোল পুরনিগমের মেয়র বিধান উপাধ্যায়। একইসঙ্গে তিনি বুঝিয়ে দিয়েছেন, বেআইনি নির্মাণকে কোনওভাবেই রেয়াত করা হবে না।

advertisement

আরও পড়ুন : এবার জলের দরে জল! ঘরে ঘরে পৌঁছে যাবে

এই বিষয়ে আসানসোল পুরনিগমের মেয়র বিধান উপাধ্যায় জানিয়েছেন, শহরের নির্মাণ কাজ করা হয় নিয়ম মেনে। তার জন্য বিশেষজ্ঞ কমিটি রয়েছে। তারা অনুমোদন দিলে নির্মাণ কাজ হয়। সমস্ত রকম পরীক্ষা-নিরীক্ষা করার পর নির্মাণের অনুমোদন দেওয়া হয়। তাছাড়া বিশেষজ্ঞ কমিটির সদস্যরা নির্দিষ্ট সময় অন্তর গিয়ে পরিদর্শন করেন। কিন্তু এবার থেকে পরিদর্শন আরও বাড়ানো হবে। বাড়ানো হবে নজরদারি। আর যদি বেআইনি নির্মাণের হদিশপাওয়া যায়, তাহলে তৎক্ষণাৎ ব্যবস্থা নেওয়া হবে।

advertisement

আসানসোলের মেয়রের দেওয়া এই আশ্বাস কিছুটা চিন্তামুক্ত করবে শহরবাসীকে। প্রসঙ্গত, এই একই বিষয়ে চিন্তায় রয়েছে শহর দুর্গাপুরের। কারণ দুর্গাপুরেও একাধিক আবাসন এলাকা তৈরি হয়েছে। তৈরি হয়েছে বড় বড় ইমারত। তবে দুর্গাপুর পুরসভা সূত্রের খবর, যে কোনও বড় নির্মাণ হওয়ার আগে সয়েল টেস্টিং হয়। বিশেষজ্ঞদের দিয়ে বিল্ডিং প্ল্যান তৈরি করানো হয়। তারপর নিয়ম মেনে হয় নির্মাণ কাজ। ফলে শহরবাসীর আশঙ্কার কিছু নেই। তবে যদি বেআইনি নির্মাণের খোঁজ খবর পাওয়া যায়, তাহলে স্থানীয় প্রশাসন প্রয়োজনীয় পদক্ষেপ করবে।

advertisement

আরও খবর পড়তে ফলো করুন

https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

শহরবাসীর আশা প্রশাসন নজরদারি আরও বেশি করুক। যাতে করে বেআইনি নির্মাণের জন্য কোনও প্রাণ আর বলি না যায়।

নয়ন ঘোষ

বাংলা খবর/ খবর/পশ্চিম বর্ধমান/
West Burdwan News : বেআইনি নির্মাণের খেসারত দিল গার্ডেনরিচ! গগনচুম্বি ইমারত চিন্তা বাড়াচ্ছে আসানসোলের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল