Local News: এবার জলের দরে জল! ঘরে ঘরে পৌঁছে যাবে

Last Updated:

সম্প্রতি কাঁকসার গোপালপুর গ্রাম পঞ্চায়েত তৈরি করা হয়েছে একটি নতুন ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট। সেন্ট্রাল ফিনান্স কমিশনের বদান্যতায় নতুন আরও ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট তৈরি করেছে গোপালপুর গ্রাম পঞ্চায়েত

+
নতুন

নতুন ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট উদ্বোধনে পঞ্চায়েত মন্ত্রী।

পশ্চিম বর্ধমান: এবার জলের দরে পেয়ে যাবেন পরিস্রুত পানীয় জল। মিনারেল ওয়াটার পৌঁছে যাবে ঘরে ঘরে। সৌজন্যে কাঁকসার গোপালপুর গ্রাম পঞ্চায়েত। মূলত বাজারে যে দামে মিনারেল ওয়াটার বিক্রি হয়, তার থেকে অনেক কম দামে পরিশ্রুত পানীয় জল তুলে দেওয়া হবে সাধারণ মানুষের হাতে। যার ফলে কমবে জলবাহিত রোগের আশঙ্কাও।
সম্প্রতি কাঁকসার গোপালপুর গ্রাম পঞ্চায়েত তৈরি করা হয়েছে একটি নতুন ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট। সেন্ট্রাল ফিনান্স কমিশনের বদান্যতায় নতুন আরও ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট তৈরি করেছে গোপালপুর গ্রাম পঞ্চায়েত। সদ্য এই জল পরিশোধনাগারটির উদ্বোধন করেছেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী প্রদীপ মজমদার। প্রাথমিকভাবে গোপালপুর গ্রাম পঞ্চায়েতের লক্ষ্য, খুব কম দামে মানুষের হাতে পরিশ্রুত পানীয় জল অর্থাৎ মিনারেল ওয়াটার তুলে দেওয়া।
advertisement
advertisement
এই বিষয়ে গোপালপুর গ্রাম পঞ্চায়েতের কার্যনির্বাহী সহায়ক সুব্রত রঞ্জন মণ্ডল বলেন, নতুন ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট তৈরি করা হয়েছে। যেখানে প্রত্যেকদিন তিন হাজার লিটার জল পরিশোধন করা হবে। যেহেতু এটি আরও ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট, ফলে বাজারে বিক্রি হওয়া মিনারেল ওয়াটারের সমস্ত গুণ থাকবে এই জলের মধ্যে। যা মানব শরীরের জন্য অত্যন্ত উপকারি।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
একই সঙ্গে তিনি জানিয়েছেন, বর্তমানে বাজারে পরিশ্রুত পানীয় জলের ২০ লিটারের পাত্র পাওয়া যায়। যেগুলির দাম হয় ৩০ থেকে ৩৫ টাকা। কিন্তু গোপালপুর গ্রাম পঞ্চায়েতের এই ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট থেকে ২০ লিটার মিনারেল ওয়াটার তুলে দেওয়া হবে মাত্র ১২ টাকায়। ফলে লিটার প্রতি যার দাম পড়ছে ৬০ পয়সা। ফলে এই পরিশ্রুত পানীয় জল মানুষের কাছে খুব সহজলভ্য হবে। অন্যদিকে পরিশ্রুতপানীয় জল যাওয়ার ফলে মানুষজনের অসুস্থতাও কমবে।
advertisement
নয়ন ঘোষ
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Local News: এবার জলের দরে জল! ঘরে ঘরে পৌঁছে যাবে
Next Article
advertisement
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’ কমপ্লেক্স, অমিত শাহ বললেন 'সোনালি যাত্রাপথ'!
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’
  • প্রধানমন্ত্রীর দফতর সাউথ ব্লক ছেড়ে সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের নতুন কমপ্লেক্সে যাচ্ছে.

  • সেবাতীর্থ কমপ্লেক্সে থাকবে ক্যাবিনেট সচিবালয় ও NSA অজিত ডোভালের দফতর.

  • সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের অংশ হিসেবে নতুন প্রশাসনিক পরিকাঠামো গড়ে উঠেছে.

VIEW MORE
advertisement
advertisement