Local News: এবার জলের দরে জল! ঘরে ঘরে পৌঁছে যাবে
- Reported by:NAYAN GHOSH
- hyperlocal
- Published by:kaustav bhowmick
Last Updated:
সম্প্রতি কাঁকসার গোপালপুর গ্রাম পঞ্চায়েত তৈরি করা হয়েছে একটি নতুন ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট। সেন্ট্রাল ফিনান্স কমিশনের বদান্যতায় নতুন আরও ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট তৈরি করেছে গোপালপুর গ্রাম পঞ্চায়েত
পশ্চিম বর্ধমান: এবার জলের দরে পেয়ে যাবেন পরিস্রুত পানীয় জল। মিনারেল ওয়াটার পৌঁছে যাবে ঘরে ঘরে। সৌজন্যে কাঁকসার গোপালপুর গ্রাম পঞ্চায়েত। মূলত বাজারে যে দামে মিনারেল ওয়াটার বিক্রি হয়, তার থেকে অনেক কম দামে পরিশ্রুত পানীয় জল তুলে দেওয়া হবে সাধারণ মানুষের হাতে। যার ফলে কমবে জলবাহিত রোগের আশঙ্কাও।
সম্প্রতি কাঁকসার গোপালপুর গ্রাম পঞ্চায়েত তৈরি করা হয়েছে একটি নতুন ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট। সেন্ট্রাল ফিনান্স কমিশনের বদান্যতায় নতুন আরও ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট তৈরি করেছে গোপালপুর গ্রাম পঞ্চায়েত। সদ্য এই জল পরিশোধনাগারটির উদ্বোধন করেছেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী প্রদীপ মজমদার। প্রাথমিকভাবে গোপালপুর গ্রাম পঞ্চায়েতের লক্ষ্য, খুব কম দামে মানুষের হাতে পরিশ্রুত পানীয় জল অর্থাৎ মিনারেল ওয়াটার তুলে দেওয়া।
advertisement
advertisement
এই বিষয়ে গোপালপুর গ্রাম পঞ্চায়েতের কার্যনির্বাহী সহায়ক সুব্রত রঞ্জন মণ্ডল বলেন, নতুন ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট তৈরি করা হয়েছে। যেখানে প্রত্যেকদিন তিন হাজার লিটার জল পরিশোধন করা হবে। যেহেতু এটি আরও ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট, ফলে বাজারে বিক্রি হওয়া মিনারেল ওয়াটারের সমস্ত গুণ থাকবে এই জলের মধ্যে। যা মানব শরীরের জন্য অত্যন্ত উপকারি।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
একই সঙ্গে তিনি জানিয়েছেন, বর্তমানে বাজারে পরিশ্রুত পানীয় জলের ২০ লিটারের পাত্র পাওয়া যায়। যেগুলির দাম হয় ৩০ থেকে ৩৫ টাকা। কিন্তু গোপালপুর গ্রাম পঞ্চায়েতের এই ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট থেকে ২০ লিটার মিনারেল ওয়াটার তুলে দেওয়া হবে মাত্র ১২ টাকায়। ফলে লিটার প্রতি যার দাম পড়ছে ৬০ পয়সা। ফলে এই পরিশ্রুত পানীয় জল মানুষের কাছে খুব সহজলভ্য হবে। অন্যদিকে পরিশ্রুতপানীয় জল যাওয়ার ফলে মানুষজনের অসুস্থতাও কমবে।
advertisement
নয়ন ঘোষ
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Mar 16, 2024 8:12 PM IST









