Home Interior Design: খুব অল্প খরচে আপনার বাড়ির দেওয়াল কিংবা সিলিং সাজিয়ে তুলুন এই জিনিস দিয়ে

Last Updated:

বাঁশ দেখতে অত্যন্ত আকর্ষণীয়, ব্যবহারে সহজ এবং কার্যকরী। যে কোনও জায়গায় জন্মায় এবং বন উজাড় না করে ব্যবহার করা যায়

+
বাঁশের

বাঁশের বাড়ি

শিলিগুড়ি: মাটির বাড়ি তৈরি থেকে গ্রামের রোজকার জীবনে প্রতিদিন দরকার পড়ে বাঁশ। আমাদের মত দেশে বাঁশের ব্যবহার হাজার হাজার বছরের পুরনো। কিন্তু এই সামান্য বাঁশও হয়ে উঠতে পারে দুর্মূল্য। কারণ বাঁশ দিয়ে এখন রীতিমত দেওয়াল, তথা সিলিং তৈরি হচ্ছে। এমনই কাণ্ড ঘটিয়ে তাক লাগিয়ে দিয়েছেন শিলিগুড়ির শিল্পী দেবাশিস কুণ্ডু।
বাঁশ দেখতে অত্যন্ত আকর্ষণীয়, ব্যবহারে সহজ এবং কার্যকরী। যে কোনও জায়গায় জন্মায় এবং বন উজাড় না করে ব্যবহার করা যায়। তবে সেই বাঁশ দিয়ে যে এমন সুন্দর জিনিস বানানো যায় তা হয়ত না দেখলে বিশ্বাস করতে পারবে না। ভবিষ্যতে ঘরের ইন্টিরিয়র ডিজাইন নিয়ে চিন্তা ভাবনা করলে এই জিনিস হতে পারে অন্যতম হাতিয়ার।
advertisement
advertisement
আসবাবপত্র, খড়খড়ি, পার্টিশন, খাট, চাটাই এবং প্রত্নবস্তু ভারতে দীর্ঘকাল ধরে বাঁশ দিয়ে তৈরি করে ইতিমধ্যেই শিলিগুড়ির বুকে নাম কামিয়েছেন শিল্পী দেবাশিস কুণ্ডু। তবে এবার বাঁশ দিয়ে তৈরি একেবারে অন্য ধরেনের উপাদান সকলের সামনে এনে রীতিমত অবাক করেছেন সকলকে। দেবাশিস’বাবুর কথায়, উপাদানটি এখনও মূলধারায় আছে। তার যথাযথ ক্রেডিট পাননি। তবে এই বাঁশ কাঠামোগত এবং পরিবেশগতভাবে বেশ কার্যকরী। তাই তাঁর বিশ্বাস আগামী দিনে বাঁশের তৈরি জিনিসই প্রাধান্য পাবে সমস্ত জায়গায়। এছাড়াও অভ্যন্তরীণ কাজে ব্যবহার করলে বাঁশের অনেক সুবিধা রয়েছে। এটি একটি সস্তা এবং সহজলভ্য উপাদান, যা যেকোনও স্থানকে প্রাকৃতিক অনুভূতি প্রদান করে।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
দেবাশিসবাবু বলেন, ইতিমধ্যেই বাঁশের তৈরি ক্ল্যাডিং এবং ফলস সিলিং আমি ডিজাইন করেছি। যার চাহিদা সকলের মধ্যেই রয়েছে। আমি সম্প্রতি শিলিগুড়ির একটি যোগ ব্যায়াম সেন্টারে আসবাবপত্র, ক্ল্যাডিং, ফলস সিলিং এবং পার্টিশনের জন্য এই বাঁশের তৈরি জিনিস ব্যবহার করেছি। তিনি আরও বলেন, বাঁশ কার্বন ফুটপ্রিন্ট হ্রাস করে, গাছ কাটা কমায়। সবথেকে গুরুত্বপূর্ন বিষয় হল এটি যে কোনও প্রকল্পের বাজেট অর্ধেক করে দেয়। ইতিমধ্যেই তাঁর কাছে প্রচুর ফোন আসছে এই জিনিস সম্পর্কে জানার জন্য। আগামী দিনে বাঁশের তৈরি এই জিনিস হতে পারে দুর্মূল্য।
advertisement
অনির্বাণ রায়
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Home Interior Design: খুব অল্প খরচে আপনার বাড়ির দেওয়াল কিংবা সিলিং সাজিয়ে তুলুন এই জিনিস দিয়ে
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement