তারাই আগামী দিনের ভবিষ্যৎ। তাই তাদের সঠিক পথে পরিচালিত করতে এই উদ্যোগ পুলিশের তরফ থেকে নেওয়া হয়েছিল। একই সঙ্গে খুদে পড়ুয়াদের হাতে একটি করে স্কুল ব্যাগ ও মিষ্টির প্যাকেট তুলে দেওয়া হয়েছে এদিন। এই বিষয়ে স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সন্দীপ দাস জানিয়েছেন, আদিবাসী গ্রামের মধ্যে এই বিদ্যালয় হওয়ায়, বিদ্যালয়ে আদিবাসী পড়ুয়াদের উপস্থিতির হারো বেশি থাকে।
advertisement
আরও পড়ুনঃ ডেঙ্গু সংক্রমণ চিন্তা বাড়াচ্ছে আসানসোল পুরনিগমে, সতর্ক জেলা প্রশাসন
সেখানে দাঁড়িয়ে প্রশাসনের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। তিনি৷ তিনি বলেছেন, ছোট থেকেই পড়ুয়াদের মনে এই সব বিষয়ে সচেতনতা তৈরির ক্ষেত্রে শিক্ষকরা ভূমিকা নিলেও প্রশাসনের পক্ষ থেকে এই উদ্যোগ অবশ্যই প্রশংসাযোগ্য। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চৌরাঙ্গি ফাঁড়ির ভারপ্রাপ্ত আধিকারিক অলকেশ ব্যানার্জী, এ.সি.পি কুলটি সুকান্ত ব্যানার্জী। পাশাপাশি উপস্থিত ছিলেন কুলটি থানার অন্যান্য আধিকারিক এবং বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা।
Nayan Ghosh