ইংরেজি ও বাংলা হরফে লেখা দুটি আলাদা আলাদা সেলফি পয়েন্ট তৈরি করা হচ্ছে আসানসোল শহরে। আসানসোলের অন্যতম ব্যস্ত জায়গা জুবিলি মোড়ে তৈরি হচ্ছে এই সেলফি পয়েন্ট। এতদিন এই শহরের স্মৃতি ক্যামেরাবন্দি করে রাখার ক্ষেত্রে কিছুটা খামতি থেকে গিয়েছিল স্থানীয়দের কাছে। এবার সেই অভাব দূর হতে চলেছে। খুব শীঘ্রই সেলফি পয়েন্ট দুটির কাজ শেষ হবে বলে খবর পাওয়া গিয়েছে।
advertisement
জুবিলি মোড়ে 'আই লাভ আসানসোল' লেখা সেলফি পয়েন্ট দুটির কাজ প্রায় অর্ধেক সম্পন্ন হয়েছে। এইগুলি তৈরি করতে উন্নতমানের এলইডি লাইট ব্যবহার করা হচ্ছে। যাতে করে এই সেলফি পয়েন্টগুলির শোভা বৃদ্ধি পায়। কাজ শেষ হলেই এই সেলফি পয়েন্টগুলি সেলফি লাভারদের জন্য দ্রুত খুলে দেওয়া হবে বলে জানা গিয়েছে।
আরও পড়ুন: সেতু আছে, কিন্তু তাতে ওঠার রাস্তা নেই! দেখুন সেই দৃশ্য
প্রসঙ্গত আসানসোল শহরকে সুন্দর করে সাজিয়ে তুলতে সৌন্দর্যায়নের কাজ শুরু করেছে পুরনিগম। এই প্রকল্পে শহরে সেলফি পয়েন্ট তৈরির পাশাপাশি চারটি প্রবেশদ্বারও তৈরি করা হচ্ছে। কলকাতার বিশ্ব-বাংলা গেটের ধাঁচে তৈরি হচ্ছে আসানসোল গেট। রাজারহাট-নিউটাউনের মত এখানেও থাকবে ঝুলন্ত রেস্টুরেন্ট!
আসানসোলের জুবিলি মোড়ে সেলফি পয়েন্ট তৈরির কাজ কতটা এগিয়েছে তা পরিদর্শন করেছেন আসানসোল-দুর্গাপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান তাপস ব্যানার্জি। তিনি জানিয়েছেন, কলকাতা সহ রাজ্যের বিভিন্ন জায়গায় যেভাবে শোভা বর্ধনের জন্য সেলফি পয়েন্ট তৈরি করা হয়েছে, তেমনটা আসানসোলবাসীর জন্যও গড়ে তোল হচ্ছে। খুব দ্রুত সেই কাজ শেষ হবে।
নয়ন ঘোষ