এই বিষয়ে রাহুল ব্যানার্জি জানিয়েছেন, তীরন্দাজী নিয়ে বর্তমানে দেশের অনেক ছেলে মেয়েরা এগিয়ে যাচ্ছেন। তারা বিভিন্ন স্তরের প্রতিযোগিতায় অংশগ্রহণ করে সাফল্য ছিনিয়ে আনছেন। সরকারও এই বিষয়ে উৎসাহ দিচ্ছে। যদি একদম প্রাথমিক স্তর থেকে প্রশিক্ষণ নেওয়া যায়, তাহলে অনেক দূর পর্যন্ত এগিয়ে যাওয়ার সম্ভাবনা আছে।
আরও পড়ুন ঃ সফল অভিনব! জার্মানি গিয়ে দেশের হয়ে সোনা জিতে ফিরলেন
advertisement
প্রাথমিক স্তর থেকে এই প্রশিক্ষণ নিলে রাজ্য স্তর, জাতীয় স্তর এবং আন্তর্জাতিক স্তরে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করার সুযোগ পাওয়া যায়। পাওয়া যায় আরও নানান সুযোগ সুবিধা। তাই দুর্গাপুরে একটি বিদ্যালয়ের উদ্যোগে এমন ধরনের আয়োজনকে সাধুবাদ জানিয়েছেন তিনি।
অন্যদিকে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুব্রত ভট্টাচার্য জানিয়েছেন, সিবিএসসি বোর্ডে তীরন্দাজীর প্রশিক্ষণ দেওয়ার অনুমতি রয়েছে। তাছাড়াও চির পরিচিত খেলাগুলির থেকে একটু অন্য ধরনের খেলাগুলিতে ছোট ছোট ছেলে মেয়েদের উৎসাহ থেকে বেশি তারা। আনন্দ পায় অনেক।
এই সমস্ত বিষয়গুলি বিবেচনা করে দুর্গাপুরে তিরন্দাজী র সামার ক্যাম্প আয়োজন করা হয়েছে। আগামী দিনে এই প্রশিক্ষণ আরও এগিয়ে যাবে বলে আশা প্রকাশ করেছেন তিনি। আশা প্রকাশ করেছেন, আগামীদিনে তিরন্দাজীর ক্ষেত্রে দুর্গাপুর থেকেও অনেক প্রতিভা উঠে আসবে।
Nayan Ghosh