Asansol News : সফল অভিনব! জার্মানি গিয়ে দেশের হয়ে সোনা জিতে ফিরলেন
- Published by:Debalina Datta
- hyperlocal
- Reported by:NAYAN GHOSH
Last Updated:
Asansol News : শুটিং চ্যাম্পিয়নশিপ গ্রুপে তিনি পেয়েছেন গোল্ড মেডেল। তাছাড়া এককভাবে একটি সিলভার মেডেল পেয়েছেন তিনি। নিজের সাফল্যে খুশি অভিনব।
পশ্চিম বর্ধমান: দেশের মুখ আবার উজ্জ্বল করলেন আসানসোলের অভিনব সাউ। জার্মানিতে অনুষ্ঠিত হওয়া ইন্টারন্যাশনাল জুনিয়র শুটিং চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক জয় করেছেন অভিনব। তাছাড়া এককভাবে পেয়েছেন একটি রূপোর পদক। দেশের হয়ে প্রতিনিধিত্ব করে এই সাফল্য ছিনিয়ে এনেছেন তিনি। অভিনবের এই সাফল্য আসানসোলের মুখ উজ্জ্বল করেছে একইসঙ্গে মুখ উজ্জ্বল করেছে বাংলা তথা গোটা দেশের। জার্মানি থেকে সম্প্রতি আসানসোলে ফিরেছেন তিনি। আসানসোল স্টেশনে তাকে জানানো হয়েছে উষ্ণ অভ্যর্থনা।
অভিনব সাউ জানিয়েছেন, তিনি আশা করেছিলেন সাফল্য পাবেন। সাফল্য পেয়েছেন। তিনি পেয়েছেন স্বর্ণপদক। শুটিং চ্যাম্পিয়নশিপে গ্রুপে তিনি পেয়েছেন গোল্ড মেডেল। তাছাড়া এককভাবে একটি সিলভার মেডেল পেয়েছেন তিনি। নিজের সাফল্যে খুশি অভিনব।
advertisement
অন্যদিকে অভিনবের বাবা জানিয়েছেন, তিনি ছোট থেকে চেয়েছিলেন তার সন্তান শুটিং শিখে সাফল্য ছিনিয়ে আনুক। তাই নানা আর্থিক সমস্যার মধ্যেও তিনি তার প্রশিক্ষণ দেওয়া করিয়েছেন। আর ছেলে সাফল্য পেয়েছে। তাই ছেলের সাফল্যে খুশি তার বাবা। যদিও সরকারের কাছে তার আবেদন, যদি অভিনবকে সরকারি সাহায্য করা হয়, তাহলে অভিনব আগামী দিনে আরও অনেক দূর এগিয়ে যেতে পারবে।
advertisement
দেখুন ভিডিও – Cyclone Biparjoy Update: ভয়ানক শক্তিশালী সাইক্লোন বিপর্যয়, প্রবল হাওয়া, তুমুল স্রোত, কীরকম তোলপাড়, দেখুন ভিডিও
অন্যদিকে অভিনবকে আসানসোল স্টেশনে স্বাগত জানাতে হাজির হয়েছিলেন আসানসোল পুরনিগমের মেয়র পারিষদ সদস্য গুরুদাস চ্যাটার্জী। তিনি জানিয়েছেন, অভিনব সাউ আসানসোলের উজ্জ্বল করেছেন। যদি তার কোনও রকম সরকারি সাহায্যের প্রয়োজন পরে, তাহলে আসানসোল পৌরনিগম সবসময় সেদিকে হাত বাড়িয়ে দেবে। অন্যদিকে অভিনবের এই সাফল্য গোটা দেশের সাফল্যের একটি মাইলফলক হয়ে থাকবে বলে জানিয়েছেন তিনি।
advertisement
Nayan Ghosh
Location :
Kolkata,West Bengal
First Published :
June 16, 2023 3:41 PM IST