গরুপাচার মামলায় এবার বিচার প্রক্রিয়া দ্রুত শুরু করতে চাইছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। গরুপাচার মামলায় সিবিআই এর বিচারপর্বও দিল্লিতে সরাতে চাইছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্টেই একসঙ্গে চলবে ইডি ও সিবিআই মামলার বিচার। এমনটাই আবেদন ইডি-র। আসানসোলের বিশেষ আদালতে জানানো হয়েছে আবেদন। এই মামলার শুনানি হবে আগামী ১৯ আগস্ট।
advertisement
এই বিষয়ে আইনজীবী সোমনাথ চট্টরাজ জানিয়েছেন, মামলা দিল্লি সরিয়ে নিয়ে গেলে বেশ কিছু বাস্তবিক সমস্যা দেখা দিতে পারে। যদি মামলা আসানসোল থেকে দিল্লিতে সরিয়ে নিয়ে যাওয়া হয়, সেক্ষেত্রে সাক্ষীদের তারিখ অনুযায়ী দিল্লি যেতে হবে। অথচ বেশিরভাগ সাক্ষী থাকেন আসানসোল ও তার আশাপাশে। ফলে তাঁদের যাওয়ার ক্ষেত্রে কিছু সমস্যা দেখা দিতে পারে। দোষীদেরও হাজিরা দিতে হবে দিল্লিতে গিয়ে।” যদিও তিনি বলছেন, ” আদালত যদি মামলাটিকে আসানসোল থেকে দিল্লি নিয়ে যাওয়ার অনুমতি দেয়, সেক্ষেত্রে তাই হবে।” ইডি-র এই আবেদনের বিরুদ্ধে অনুব্রত এবং সায়গল নিজেদের আবেদন রাখতে পারবেন।
Nayan Ghosh