বর্তমান সময়ে যখন টিনেজাররা মোবাইলের নেশায় বুঁদ হয়ে যাচ্ছেন, তখন এই ধরনের খেলাধুলার আয়োজন যথেষ্ট উল্লেখযোগ্য এবং প্রশংসনীয়। আগামী দিনে এমন ধরনের বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা আয়োজনের পক্ষে সওয়াল করেছেন তারা। প্রসঙ্গত, শীতকাল জুড়ে শহরে একাধিক ক্রীড়া মূলক প্রতিযোগিতার আয়োজন করা হয়। শহরে পুজোর পরে শীতের মরশুমের শুরুতেই আয়োজন করা হয়েছিল বিধায়ক কাপের। দুর্গাপুর পশ্চিমের বিধায়ক লক্ষণ ঘরুইয়ের নেতৃত্বে এই বিধায়ক কাপের আয়োজন করা হয়েছিল। যা নিয়ে শহরবাসী উন্মাদনা ছিল তুঙ্গে।
advertisement
আরও পড়ুনঃ স্বাদ নিতে চান বাংলার মাটির! চলে আসুন এই স্টোরে
এরপর শহরে আয়োজন করা হয়েছে আরও একটি টুর্নামেন্টের। যেখানে দুর্গাপুর পৌরসভা পুর প্রশাসক বোর্ডের সদস্যরা হাজির হয়েছিলেন। হাজির ছিলেন পুর প্রশাসক বোর্ডের সদস্য ধর্মেন্দ্র যাদব, রাখি তিওয়ারি, রামপ্রসাদ হালদার প্রমূখ। সকলেই টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে গিয়ে খেলোয়াড়দের সাহস যুগিয়েছেন। তাদের সঙ্গে কুশল বিনিময় করেছেন। পাশাপাশি নিজেরা বেশ কিছুক্ষণ সময় কাটিয়েছেন মাঠে। সাধুবাদ জানিয়েছেন উদ্যোক্তাদের। অন্যদিকে এই খেলা দেখার জন্য স্থানীয় এলাকাসহ আশপাশের বহু মানুষ মাঠের গ্যালারিতে ভিড় করেছিলেন এদিন।
Nayan Ghosh