TRENDING:

Paschim Bardhaman News: পায়ে পায়ের যুদ্ধে মেতে উঠল শহর দুর্গাপুর!

Last Updated:

শহরে আয়োজন করা হয়েছে স্মৃতি ফুটবল টুর্নামেন্টের। একটি ক্লাবের উদ্যোগে শহরে ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। যেখানে অংশগ্রহণ মোট আটটি দল। যার উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন শহরের বিশিষ্ট মানুষজন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#দুর্গাপুর : শহরে আয়োজন করা হয়েছে স্মৃতি ফুটবল টুর্নামেন্টের। একটি ক্লাবের উদ্যোগে শহরে ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। যেখানে অংশগ্রহণ মোট আটটি দল। যার উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন শহরের বিশিষ্ট মানুষজন। অন্যদিকে উদ্বোধনী অনুষ্ঠান থেকে খেলা দেখতে হাজির হয়েছিলেন শহরের বহু ক্রীড়া প্রেমে মানুষ। উদ্যোক্তা ক্লাবকে এই টুর্নামেন্ট আয়োজনের জন্য সাধুবাদ দিয়েছেন শহরের বিশিষ্টরা। তারা বলেছেন, যুবকদের মাঠমুখী করতে, তাদের স্বাস্থ্যবান গড়ে তুলতে, তাদের মানসিক চরিত্রের বিকাশ ঘটাতে খেলাধুলার বিশেষভাবে প্রয়োজন রয়েছে।
advertisement

বর্তমান সময়ে যখন টিনেজাররা মোবাইলের নেশায় বুঁদ হয়ে যাচ্ছেন, তখন এই ধরনের খেলাধুলার আয়োজন যথেষ্ট উল্লেখযোগ্য এবং প্রশংসনীয়। আগামী দিনে এমন ধরনের বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা আয়োজনের পক্ষে সওয়াল করেছেন তারা। প্রসঙ্গত, শীতকাল জুড়ে শহরে একাধিক ক্রীড়া মূলক প্রতিযোগিতার আয়োজন করা হয়। শহরে পুজোর পরে শীতের মরশুমের শুরুতেই আয়োজন করা হয়েছিল বিধায়ক কাপের। দুর্গাপুর পশ্চিমের বিধায়ক লক্ষণ ঘরুইয়ের নেতৃত্বে এই বিধায়ক কাপের আয়োজন করা হয়েছিল। যা নিয়ে শহরবাসী উন্মাদনা ছিল তুঙ্গে।

advertisement

আরও পড়ুনঃ স্বাদ নিতে চান বাংলার মাটির! চলে আসুন এই স্টোরে

এরপর শহরে আয়োজন করা হয়েছে আরও একটি টুর্নামেন্টের। যেখানে দুর্গাপুর পৌরসভা পুর প্রশাসক বোর্ডের সদস্যরা হাজির হয়েছিলেন। হাজির ছিলেন পুর প্রশাসক বোর্ডের সদস্য ধর্মেন্দ্র যাদব, রাখি তিওয়ারি, রামপ্রসাদ হালদার প্রমূখ। সকলেই টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে গিয়ে খেলোয়াড়দের সাহস যুগিয়েছেন। তাদের সঙ্গে কুশল বিনিময় করেছেন। পাশাপাশি নিজেরা বেশ কিছুক্ষণ সময় কাটিয়েছেন মাঠে। সাধুবাদ জানিয়েছেন উদ্যোক্তাদের। অন্যদিকে এই খেলা দেখার জন্য স্থানীয় এলাকাসহ আশপাশের বহু মানুষ মাঠের গ্যালারিতে ভিড় করেছিলেন এদিন।

advertisement

View More

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

Nayan Ghosh

বাংলা খবর/ খবর/পশ্চিম বর্ধমান/
Paschim Bardhaman News: পায়ে পায়ের যুদ্ধে মেতে উঠল শহর দুর্গাপুর!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল