TRENDING:

West Bardhaman News : প্রকাশ্যে মদ্যপানের প্রতিবাদ করায় করুণ পরিণতি হল প্রাক্তন সেনা জ‌ওয়ানের

Last Updated:

প্রকাশ্যে মদ খাওয়ার প্রতিবাদ করায় মেরে হাসপাতালে পাঠানো হল প্রাক্তন সেনাকর্মীকে। তাঁকে বাঁচাতে গিয়ে আক্রান্ত হলেন স্ত্রী ও বন্ধু

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#পশ্চিম বর্ধমান: প্রকাশ্যে মদ খাওয়ার প্রতিবাদ করায় মার খেয়ে হাসপাতালে ভর্তি হতে হল প্রাক্তন সেনাকর্মীকে। তাঁকে বাঁচাতে গিয়ে গুরুতর জখম হন ওই প্রাক্তন সেনাকর্মীর স্ত্রী ও এক বন্ধু। দুর্গাপুরের ঘটনা। ইস্পাত নগরীতে আয়োজিত কল্পতরু মেলা দেখতে গিয়ে এই ভয়ঙ্কর অভিজ্ঞতার শিকার হলেন প্রাক্তন সেনাকর্মী জয়দেব স্বর্ণকার। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে দুর্গাপুরজুড়ে।
advertisement

দুর্গাপুর স্টেশন সংলগ্ন গ্যামন ব্রিজ ময়দানে বিশাল কল্পতরু মেলা চলছে। বুধবার স্ত্রী ও বন্ধুকে নিয়ে ওই মেলায় যান প্রাক্তন সেনাকর্মী জয়দেব স্বর্ণকার। এক পরিচিতের দোকানে গাড়ি রাখেন। মেলা থেকে বেরিয়ে গাড়ি নিতে যাওয়ার সময় ওই প্রাক্তন সেনাকর্মী দেখেন, পাশের এক সাইকেল গ্যারাজের কর্মীরা প্রকাশ্যেই মদ্যপান করছে। অভিযোগ সেই ঘটনার প্রতিবাদ করলে লাঠি, রড নিয়ে জয়দেব স্বর্ণকারের উপর চড়াও হয় সাইকেল গ্যারেজের কর্মীরা। তাঁকে ব্যাপক মারধর করা হয়। এই সময় ওই প্রাক্তন সেনাকর্মীকে বাঁচাতে গিয়ে বেধড়ক মার খান তাঁর স্ত্রী ও বন্ধু।

advertisement

আরও পড়ুন: প্রকৃতির পাঠশালা! জঙ্গলের মধ্যে খোলা আকাশের নিচে ক্যাম্প করে পড়াশোনা

ওই ঘটনার পর গুরুতর আহত অবস্থায় তিনজনকে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানেই তাঁদের চিকিৎসা চলছে। আপাতত তিনজনের শারীরিক পরিস্থিতিই স্থিতিশীল। একজন প্রাক্তন সেনাকর্মীর সঙ্গে এমন আচরণের তীব্র নিন্দা করেছে সকলে। সেই সঙ্গে কল্পতরু মেলা ও দুর্গাপুর শহরের নিরাপত্তা নিয়ে ফের একবার প্রশ্ন উঠল। আক্রান্ত জয়দেব স্বর্ণকারও কল্পতরু মেলার নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মীদের ভূমিকায় বেশ ক্ষুব্ধ।

advertisement

View More

সেরা ভিডিও

আরও দেখুন
ধান ছেড়ে 'এই' সবজি চাষ করে মালামাল পুরুলিয়ার চাষি! প্রতি বছর কামাচ্ছেন মোটা টাকা!
আরও দেখুন

নয়ন ঘোষ

বাংলা খবর/ খবর/পশ্চিম বর্ধমান/
West Bardhaman News : প্রকাশ্যে মদ্যপানের প্রতিবাদ করায় করুণ পরিণতি হল প্রাক্তন সেনা জ‌ওয়ানের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল