বিশেষ করে স্থানীয় মানুষজনের যাতায়াত জীবিকা নির্বাহ নিয়ে সমস্যার সম্মুখীন হতে হবে। অনেক সময় দেখা যায় সময় বাঁচানোর জন্য অনেকেই নৌকা ব্যবহার করে ওই জায়গাটি দিয়ে যাতায়াত করেন। তবে সেটিও ঝুঁকিপূর্ণ। তবে পাশেই একটি স্থায়ী সেতু নির্মাণের কাজ চলছে। জেলা প্রশাসনের আশা, খুব শীঘ্রই ওই সেতুটি চালু হবে। কিন্তু অস্থায়ী সেতুটি বন্ধের জন্য জেলা প্রশাসন যে সিদ্ধান্ত নিয়েছে, তার সঙ্গে সহমত হলেও স্থানীয়রা রীতিমতো বিড়ম্বনার শিকার হচ্ছেন।
advertisement
আরও পড়ুন: কয়লা, বালি, মাদক - অবৈধ কারবার রুখতে সক্রিয় ভূমিকায় পুলিশ
তবে আগামী দিনের পরিস্থিতি যেমন থাকবে তার ওপর সিদ্ধান্ত নেবে জেলা প্রশাসন। যে সমস্ত মানুষ নিত্যদিন অস্থায়ী ব্রীজের ওপর দিয়ে যাতায়াত করেন, তাদের জন্য বিকল্প ব্যবস্থার চিন্তাভাবনাও রয়েছে জেলা প্রশাসনের। কিন্তু বর্তমানে অস্থায়ী সেতুতে যাতায়াত বন্ধ হয়ে যাওয়ায়, দুই জেলার মধ্যে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়েছে।
Nayan Ghosh