প্রাথমিকভাবে রেল পুলিশের আধিকারিকেরা মনে করছেন যে ব্যক্তি বিদ্যুৎবাহী তারের খুঁটিতে উঠে পড়েছিলেন, তিনি মানসিকভাবে অসুস্থ। মানসিক ভারসাম্যহীন হওয়ার কারণেই এমন কাণ্ড করেছেন তিনি। যদিও এর পিছনে আসল কী কারণ রয়েছে, তা জানতে রেল পুলিশের আধিকারিকরা তদন্ত শুরু করেছেন। পাশাপাশি কথা বলা হচ্ছে ওই ব্যক্তির সঙ্গেও।
advertisement
দীর্ঘক্ষণ হাইভোল্টেজ তারের খুঁটিতে বসে থাকলেও, শেষমেষ অক্ষত অবস্থায় ওই ব্যক্তিকে উদ্ধার করা হয়েছে। তার প্রাথমিক চিকিৎসার ব্যবস্থাও করা হয়েছে বলে খবর। তবে এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমত হইচই পড়ে যায় আসানসোল স্টেশন সংলগ্ন এলাকায়। আসানসোল স্টেশনের একদম সামনেই এমন কাণ্ড ঘটিয়েছেন ওই ব্যক্তি।
প্রত্যক্ষদর্শীরা বলছেন, হঠাৎ তরতর করে ওই ব্যক্তি হাই ভোল্টেজ তারের খুঁটিতে উঠে পড়েন। আশপাশে থাকা লোকজন তাকে নামার জন্য চিৎকার করতে শুরু করলেও, তিনি কথা কানে নেননি। এরপরেই পুলিশকর্মীরাও ছুটে আসেন। বিদ্যুতের খুঁটিতে চেপে তাকে নামানোর চেষ্টা করা হয়। শেষমেষ অনেক ডাকাডাকির পর ওই ব্যক্তি সুস্থ অবস্থায় নীচে নেমে এসেছেন। তাতে স্বস্তি পেয়েছেন প্রত্যক্ষদর্শীরাও।
নয়ন ঘোষ