স্থানীয়দের দাবি, এই কার্নিভাল আয়োজিত হচ্ছে বিগত ২০০ বছর ধরে। কালীপুজো উপলক্ষে এই কার্নিভালের আয়োজন করা হয় স্থানীয়দের উদ্যোগে।
আরও পড়ুনঃ 'নায়ক' থেকে ফের গায়ক, লম্বা ব্রেকের পর মজার গান নিয়ে হাজির ভুবন বাদ্যকর, তুমুল ভাইরাল
উদ্যোক্তারা জানিয়েছেন, কলকাতায় বিভিন্ন দুর্গাপুজো কমিটি গুলির দুর্গা প্রতিমা নিয়ে নানান সুসজ্জিত ট্যাবলো কার্নিভালে যোগ দেয়। চলতি বছর থেকে রাজ্যের বিভিন্ন জেলায় শুরু হয়েছে। কিছুটা সেই ধরনেরই কার্নিভাল হয় কোটা গ্রামে। তবে এই কার্নিভাল ট্যাবলো সাজিয়ে রাস্তার উপর দিয়ে যায় না। রীতিমতো একটি বিশাল আকার জলাশয়ে ভেলার উপর কালীর প্রতিমা এবং শিব পার্বতীর প্রতিমা চাপিয়ে গোটা জলাশয় প্রদক্ষিণ করা হয়। চলে শোভাযাত্রা।
advertisement
গ্রামের এই শোভাযাত্রাকে কেন্দ্র করে গ্রামের মানুষ-সহ আশপাশের বহু মানুষ আনন্দে মাতোয়ারা হয়ে ওঠেন। অনুষ্ঠান দেখতে প্রতি বছরের মত এবছরও হাজার হাজার মানুষ ভিড় জমিয়েছিলেন জলাশয়ের পাশে। প্রতি বছর বিকাল ৪ টে থেকে শুরু হয় অনুষ্ঠান।
জানা গিয়েছে, এক এক করে গোটা গ্রামের পুজো মণ্ডপ থেকে কালীর প্রতিমা ও শিব পার্বতীর প্রতিমা এসে পৌঁছায় জলাশয়ের ধারে। এরপরেই একটি একটি করে সমস্ত প্রতিমা আলাদা আলাদা ভেলায় তুলে গোটা জলাশয় প্রদক্ষিণ করান পুজো উদ্যোক্তারা। সন্ধ্যা হলেই সমস্ত প্রতিমা বিসর্জন দেওয়া হয় ওই জলাশয়েই। প্রাচীন কাল থেকে এই নিয়ম চলে আসছে এখানে। ভেলা ভাসা নামের এই অনুষ্ঠান উপলক্ষ্যে প্রতি বছরের মতো এ বছরও বসেছে মেলা। যা চলবে আগামী চার দিন। মেলার নানান সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে ওই জায়গায়।
Nayan Ghosh