ঘটনাস্থলে নিউ টাউনশিপ থানার পুলিশ এসে কিশোরকে উদ্ধার করে নিয়ে যায় থানায়। পুলিশও তার পরিবারের সন্ধান শুরু করেছে। পরে পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই কিশোরের পরিবারের হদিশ পাওয়া গিয়েছে। এই ঘটনায় উদ্ধারকারী বাসিন্দা শুভঙ্কর দাস জানিয়েছেন, ওই বছর ১২-র কিশোর তার নাম জানিয়েছে নামান সিং এবং তার বাবা'র নাম নীরাজ সিং ও মা গুড়িয়া সিং। সে তার বাড়ির ঠিকানা হিসেবে শুধু জানিয়েছে, সে বিহারের গয়া এলাকার বাসিন্দা। ওই কিশোরের নাম - ঠিকানা বলার মধ্যে অসঙ্গতি রয়েছে বলে দাবি করেছেন শুভঙ্কর বাবু। একই দাবি এলাকাবাসীরও।
advertisement
স্থানীয়রা মনে করছেন, ওই কিশোর কোনও পরিবারের সন্তান। পাশাপাশি ওই কিশোর মানসিক দিক থেকে বিশেষভাবে সক্ষম বলে অনুমান করছে এলাকাবাসী। পুলিশ কিশোরকে উদ্ধার করে ঘটনার তদন্ত শুরু করেছে।
Nayan Ghosh
Location :
First Published :
May 13, 2022 6:22 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিম বর্ধমান/
West Bardhaman News: বাড়ি নাকি গয়াতে, সাইকেল নিয়ে দুর্গাপুরে ১২ বছরের কিশোর!