আরও পড়ুন: প্লাস্টিক বাজার দখল করায় পেটের ভাতে টান পড়ছে মৃৎশিল্পীদের
আসানসোল উত্তর বিধানসভার গিরমিট কোলিয়ারি এলাকায় তাণ্ডব চালায় একটি হনুমান। রাস্তায় কাউকে দেখলেই তেড়ে গিয়ে কামড়ে দিচ্ছিল সে। হনুমানের কামড়ে ওই এলাকায় পরপর ১০ জন আহত হন। আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের আসানসোল জেলা হাসপাতালে ভর্তি করা হয়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত শনিবার রাত থেকে ওই হনুমানটি এলাকায় তাণ্ডব চালাচ্ছিল। এলাকার মানুষ বাধ্য হয়ে বন দ ফতরকে খবর দেয়। তারা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
advertisement
বনকর্মীরা সোমবার সকাল থেকে অনেক চেষ্টা করেও প্রথমে হনুমানটিকে ধরতে পারেননি। এরপর খাঁচার মধ্যে কলার টোপ দেওয়া হয়। আর তাতেই ফাঁদে পা দিয়ে খাঁচাবন্দি হয় সেটি। হনুমানটিকে বাগে আনতে রীতিমতো নাজাহাল হতে হয় বনকর্মীদের। বন্যপ্রাণী বিশেষজ্ঞদের প্রাথমিক অনুমান, হনুমানটি কোনোভাবে দলছুট হয়ে পড়েছিল। ভয় পেয়েই সে আক্রমণ করছিল মানুষকে। হনুমানটির প্রাথমিক চিকিৎসার পর জঙ্গলে ছেড়ে দেওয়া হবে বলে জানা গিয়েছে।
নয়ন ঘোষ