TRENDING:

West Bardhaman News: হনুমানের তাণ্ডবে জখম ১০, আশঙ্কাজনক ৩

Last Updated:

মানুষ দেখলেই তেড়ে যাচ্ছিল, পরপর ১০ জনকে কামড় হনুমানের। আশঙ্কাজনক তিনজন

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পশ্চিম বর্ধমান: হনুমানের তাণ্ডবে আসানসোলে আহত হল ১০ জন। তার মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। তাঁদেরকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে। এদিকে দীর্ঘক্ষণের চেষ্টার পর আতঙ্ক সৃষ্টি করা হনুমানটিকে পাকা কলার টোপ দিয়ে খাঁচাবন্দি করা সম্ভব হয়।
advertisement

আরও পড়ুন: প্লাস্টিক বাজার দখল করায় পেটের ভাতে টান পড়ছে মৃৎশিল্পীদের

আসানসোল উত্তর বিধানসভার গিরমিট কোলিয়ারি এলাকায় তাণ্ডব চালায় একটি হনুমান। রাস্তায় কাউকে দেখলেই তেড়ে গিয়ে কামড়ে দিচ্ছিল সে। হনুমানের কামড়ে ওই এলাকায় পরপর ১০ জন আহত হন। আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের আসানসোল জেলা হাসপাতালে ভর্তি করা হয়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত শনিবার রাত থেকে ওই হনুমানটি এলাকায় তাণ্ডব চালাচ্ছিল। এলাকার মানুষ বাধ্য হয়ে বন দ ফতরকে খবর দেয়। তারা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

advertisement

View More

বনকর্মীরা সোমবার সকাল থেকে অনেক চেষ্টা করেও প্রথমে হনুমানটিকে ধরতে পারেননি। এরপর খাঁচার মধ্যে কলার টোপ দেওয়া হয়। আর তাতেই ফাঁদে পা দিয়ে খাঁচাবন্দি হয় সেটি। হনুমানটিকে বাগে আনতে রীতিমতো নাজাহাল হতে হয় বনকর্মীদের। বন্যপ্রাণী বিশেষজ্ঞদের প্রাথমিক অনুমান, হনুমানটি কোনোভাবে দলছুট হয়ে পড়েছিল। ভয় পেয়েই সে আক্রমণ করছিল মানুষকে। হনুমানটির প্রাথমিক চিকিৎসার পর জঙ্গলে ছেড়ে দেওয়া হবে বলে জানা গিয়েছে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
নদী নাকি শুকিয়ে যাওয়া জমি ধরতে পারবেন! ইছামতীর প্রাণ ফেরাতে দারুণ উদ্যোগ
আরও দেখুন

নয়ন ঘোষ

বাংলা খবর/ খবর/পশ্চিম বর্ধমান/
West Bardhaman News: হনুমানের তাণ্ডবে জখম ১০, আশঙ্কাজনক ৩
Open in App
হোম
খবর
ফটো
লোকাল