অভিযুক্ত যুবককে এ দিন রায়গঞ্জ আদালতে পেশ করা হলে বিচারক ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন ওই যুবককে। জানা যায় দীর্ঘদিন ধরেই রায়গঞ্জের একটি গ্রামের এক যুবকের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল ১৬ বছরের এক নাবালিকার কিন্তু পরিবারে তরফ থেকে সেই সম্পর্কে মেনে নেওয়া হয়নি।
আরও পড়ুন: ‘বুদ্ধদেব ভটাচার্যকে যাঁরা মহাপুরুষ সাজাচ্ছেন…,’ কুণালের বিতর্কিত মন্তব্যে নিন্দার ঝড়
advertisement
তারপর বাড়ি থেকে পালিয়ে গিয়ে দু’জনেই বিয়ে করে। এর পর নাবালিকার পরিবারের তরফে রায়গঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হলে পুলিশ ওই নাবালিকাকে উদ্ধার করে বাড়ির লোকের হাতে তুলে দেয়। সেই সঙ্গে ওই যুবককে পুলিশ গ্রেফতার করে নিয়ে যায়। পরবর্তীতে দুই তরফে মীমাংসার ভিত্তিতে ওই যুবক ছাড়া পেয়ে যায়।
জেল থেকে ছাড়া পেয়ে সোশ্যাল মিডিয়ায় প্রেমিকার অন্তরঙ্গের ছবি ভাইরাল করার অভিযোগ ওঠে সেই যুবকের বিরুদ্ধে। তার পর বিষয়টি জানাজানি হতেই এর পর সেই যুবককে ওই নাবালিকার পরিবারের লোকজন মিলে গাছে বেঁধে মারধর করে। এর পর খবর পেয়ে সেই যুবককে উদ্ধার করে থানায় নিয়ে যায় রায়গঞ্জ থানার পুলিশ। এ দিন সেই যুবককে আদালতে তোলা হলে বিচারক তাকে জেল হেফাজতের নির্দেশ দেন।
পিয়া গুপ্তা