TRENDING:

North Dinajpur News: উৎকৃষ্ট মানের সৌদি আরবের ‘আজওয়া’ খেজুর এখন চাষ হচ্ছে উত্তর দিনাজপুরে 

Last Updated:

বিঘা দু’য়েক জমিতে ৩০টি সৌদি আরবের খেজুর গাছ তিনি লাগিয়েছেন তাঁর জমিতে। সৌদি আরব থেকে প্রচুর পরিমানে খেজুর এদেশেও আমদানি হচ্ছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
রায়গঞ্জ: বিশ্বের উৎকৃষ্ট মানের সৌদি আরবের আজওয়া খেজুর এখন চাষ হচ্ছে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জে। সৌদি আরব বিশ্বের অন্যতম শীর্ষ খেজুর উৎপাদনকারী দেশ। দেশটিতে ৪০০ ধরনের খেজুর উৎপাদন করা হয়। বর্তমানে সৌদি আরব থেকে প্রচুর পরিমাণে খেজুর এ দেশে আমদানি হচ্ছে। তাই ইউটিউব দেখে সৌদি আরবের খেজুর প্রথম কালিয়াগঞ্জে চাষ করতে শুরু করেছেন গোয়ালগাঁও-এর কৃষক ফটিক দেবশর্মা। বিঘা দু’য়েক জমিতে ৩০টি সৌদি আরবের খেজুর গাছ তিনি লাগিয়েছেন তাঁর জমিতে।
advertisement

আরও পড়ুন-‘যারা দলে থেকে বিজেপিকে সাহায্য করছে, চিনে ফেলেছি…’ কাদের কথা বললেন মনোরঞ্জন ব্যাপারী?

সৌদি আরব থেকে প্রচুর পরিমাণে খেজুর এদেশেও আমদানি হচ্ছে। সেরা জিনিসের দামও চড়া হবে সেটাই স্বাভাবিক। তাই সৌদি আরবের মানের খেজুর ফলানোর লক্ষ্যে খেজুর বাগান করেছেন গোয়ালগাঁও ফটিক দেবশর্মা। মেগজুল, আজওয়া প্রজাতির খেজুর এই বাগানে ফলবে বলে দাবি ফটিকবাবুর। যে খেজুর সৌদি আরব থেকে আমদানি করা হয়। এবার উত্তর দিনাজপুর জেলার বুকেই পাওয়া যাবে ওই উৎকৃষ্ট মানের খেজুর।জানা যায় ফটিকবাবু গুজরাত থেকে বছর তিনেক আগে চারা আনিয়ে এই খেজুর চাষ শুরু করেছেন। এই সৌদি আরবের উৎকৃষ্ট মানের খেজুরের বাজারে যথেষ্ট দাম আছে।

advertisement

আরও পড়ুন- ছোটবেলা থেকেই উড়ো জাহাজের প্রতি টান, রিমোট কন্ট্রোল প্লেন বানিয়ে চমক যুবকের!

পুষ্টিগুণের কারণে খেজুরের চাহিদাও রয়েছে। ফটিকবাবু জানান, ইউটিউবে দেখি বাংলাদেশের প্রচুর মানুষ এই সৌদি আরবের খেজুর চাষ করে লাভবান হচ্ছেন। সেই থেকেই পরীক্ষামূলক ভাবে নিজের জমিতে সৌদি আরবের খেজুর চাষ করছেন গোয়ালগাঁও-এর বাসিন্দা ফটিক দেবশর্মা। ফটিকবাবু জানান বাজারে ‘আজওয়া’ প্রজাতির খেজুর কিলো প্রতি ১১০০ – ১২০০ টাকায় বিক্রি হয়। আর ‘মেগজুল’ প্রজাতির খেজুর ৪০০ থেকে ৫০০ টাকা প্রতি কেজি বর্তমান বাজারমূল্য। তাই সৌদি আরবের খেজুর ফলিয়ে মোটা টাকা আয়ের আশা করছেন ফটিক দেবশর্মা।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

পিয়া গুপ্তা

বাংলা খবর/ খবর/উত্তর দিনাজপুর/
North Dinajpur News: উৎকৃষ্ট মানের সৌদি আরবের ‘আজওয়া’ খেজুর এখন চাষ হচ্ছে উত্তর দিনাজপুরে 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল