আরও পড়ুন-‘যারা দলে থেকে বিজেপিকে সাহায্য করছে, চিনে ফেলেছি…’ কাদের কথা বললেন মনোরঞ্জন ব্যাপারী?
সৌদি আরব থেকে প্রচুর পরিমাণে খেজুর এদেশেও আমদানি হচ্ছে। সেরা জিনিসের দামও চড়া হবে সেটাই স্বাভাবিক। তাই সৌদি আরবের মানের খেজুর ফলানোর লক্ষ্যে খেজুর বাগান করেছেন গোয়ালগাঁও ফটিক দেবশর্মা। মেগজুল, আজওয়া প্রজাতির খেজুর এই বাগানে ফলবে বলে দাবি ফটিকবাবুর। যে খেজুর সৌদি আরব থেকে আমদানি করা হয়। এবার উত্তর দিনাজপুর জেলার বুকেই পাওয়া যাবে ওই উৎকৃষ্ট মানের খেজুর।জানা যায় ফটিকবাবু গুজরাত থেকে বছর তিনেক আগে চারা আনিয়ে এই খেজুর চাষ শুরু করেছেন। এই সৌদি আরবের উৎকৃষ্ট মানের খেজুরের বাজারে যথেষ্ট দাম আছে।
advertisement
আরও পড়ুন- ছোটবেলা থেকেই উড়ো জাহাজের প্রতি টান, রিমোট কন্ট্রোল প্লেন বানিয়ে চমক যুবকের!
পুষ্টিগুণের কারণে খেজুরের চাহিদাও রয়েছে। ফটিকবাবু জানান, ইউটিউবে দেখি বাংলাদেশের প্রচুর মানুষ এই সৌদি আরবের খেজুর চাষ করে লাভবান হচ্ছেন। সেই থেকেই পরীক্ষামূলক ভাবে নিজের জমিতে সৌদি আরবের খেজুর চাষ করছেন গোয়ালগাঁও-এর বাসিন্দা ফটিক দেবশর্মা। ফটিকবাবু জানান বাজারে ‘আজওয়া’ প্রজাতির খেজুর কিলো প্রতি ১১০০ – ১২০০ টাকায় বিক্রি হয়। আর ‘মেগজুল’ প্রজাতির খেজুর ৪০০ থেকে ৫০০ টাকা প্রতি কেজি বর্তমান বাজারমূল্য। তাই সৌদি আরবের খেজুর ফলিয়ে মোটা টাকা আয়ের আশা করছেন ফটিক দেবশর্মা।
পিয়া গুপ্তা