বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে গ্রামের চাষীরা বৃষ্টির দেবতার কাছে যাত্রাপালার মাধ্যমে এ দিন জলের আবেদন জানান। রাধা-গোবিন্দ সেজে কিশোর কিশোরীদের নিয়ে এই পালা গানের মাধ্যমে ভগবান শ্রীকৃষ্ণের কাছে বৃষ্টির জলের জন্য আহ্বান জানানো হয়।
আরও পড়ুনঃ নিজের বুকেই গুলি করলেন সিপিএম নেতা! বাংলায় ভয়াবহ ঘটনা, কী কারণ, জানলে আঁতকে উঠবেন
advertisement
দাসিয়ার পীরবন্ধু গ্রামের চাষী সপেন বর্মন এক সাক্ষাৎকারে বলেন শ্রাবণ মাসে প্রতি বছর এই সময় আমাদের ধান রোয়ার কাজ প্রায় শেষ হয়ে যায়। অথচ এ বার আমরা এখনও জলের অভাবে ধান রোপার কাজ শুরু করতে পারলাম না।
তবে আমাদের বিশ্বাস আমরা জলের জন্য যে সারারাত ধরে পালা করেছি তার ফল দুই একদিনের মধ্যেই বৃষ্টি হবে। আমাদের জলদেবতার কাছে আরাধনার ফল বিফলে যাবে না। উল্লেখ্য, বৃষ্টি না হওয়ার কারণে একদিকে যেমন চাষীরা আমন ধানের চারা লাগাতে পারছে না, তেমনি একই রকম ভাবে জমি থেকে পাট কাটার পর জলের অভাবে পাট জাক দিতে পারছে না পাট চাষীরা।
পিয়া গুপ্তা