প্রতিবছর মে থেকে জুন মাসে এখানে ঝাঁকে ঝাঁকে আসে পাখির দল। প্রজনন ঘটিয়ে আবার ডিসেম্বর ও জানুয়ারির দিকে তারা ফিরে যায়। তবে বেশ কিছু পরিসংখ্যান থেকে কুলিকে পাখির সংখ্যা কমে যাওয়ার খবর আসতে থাকে। পাখির সংখ্যা কমে যাওয়ার পেছনে একটা বড় কারণ খাদ্য সংকট বলে মনে করছে বন দফতর।
advertisement
তবে পাখিদের খাদ্য সংকট মেটাতে এবার বিশেষ উদ্যোগ গ্রহণ করল বন দফতর। পাখিদের খাবার জোগাড়ে ক্যানেলে ছাড়া হল এক কুইন্টাল মাছ। এই মাছগুলো আহার হিসেবে গ্রহণ করবে পরিযায়ী পাখির দল। দিন কয়েক আগে সেই ক্যানেলে গুগলি ও শামুক ছাড়া হয়। আগামীতে পাখিদের জন্য ঝিনুক ছাড়া হবে বলে জানান বন দফতরের কর্তা। বন বিভাগের এই উদ্যোগে খুশি পর্যটক সহ পশুপ্রেমীরা।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
পিয়া গুপ্তা
Location :
Kolkata,West Bengal
First Published :
September 18, 2024 3:38 PM IST
বাংলা খবর/ খবর/উত্তর দিনাজপুর/
Kulik Bird Sanctuary: পরিযায়ী পাখিদের খাবারের টান মেটাতে বিরাট উদ্যোগ কুলিকে! জলাশয়ে ছাড়া হচ্ছে মাছ





