TRENDING:

Scrub Typhus: পোকার কামড়ে ভয়ঙ্কর ব্যাকটিরিয়া সংক্রমণ উঃ দিনাজপুরে! হাসপাতালে ভর্তি ২৬

Last Updated:

Scrub Typhus: ট্রম্বিকিউলিড মাইটস নামে এক ধরনের পোকার কামড়ে শরীরে ঢোকে স্ক্রাব টাইফাস ব্যাকটিরিয়া

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
উত্তর দিনাজপুর: উত্তর দিনাজপুর জেলায় বাড়ছে স্ক্রাব টাইফাসে আক্রান্তের সংখ্যা। জানা গিয়েছে, ইতিমধ্যে ২৬ জন স্ক্রাব টাইফাসে আক্রান্ত হয়ে রায়গঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি। উল্লেখ্য বর্ষার মধ্যেই রাজ্যে মাথাচাড়া দিয়ে উঠেছে স্ক্রাব টাইফাসে আক্রান্তের সংখ্যা।
ভয়ঙ্কর ব্যাকটিরিয়া সংক্রমণ উঃ দিনাজপুরে
ভয়ঙ্কর ব্যাকটিরিয়া সংক্রমণ উঃ দিনাজপুরে
advertisement

করোনার মতোই এই রোগের মূল উপসর্গই হল জ্বর ও শ্বাসকষ্ট। চিকিৎসকরা বলছেন, ডেঙ্গি যেমন এডিস মশার কামড়ে হয়, তেমনই ট্রম্বিকিউলিড মাইটস নামে এক ধরনের পোকার কামড়ে শরীরে ঢোকে স্ক্রাব টাইফাস ব্যাকটিরিয়া! রোগের উপসর্গ একেবারে ডেঙ্গির মতো। আর ডেঙ্গি, স্ক্রাব টাইফাস আর করোনার মধ্যে প্রাথমিক উপসর্গই হল জ্বর।

advertisement

এই অবস্থায় চিকিৎসকদের পরামর্শ, জ্বর এলে প্যারাসিটামল খেয়ে অপেক্ষা নয়। দ্রুত ডাক্তারের কাছে যান। প্রথমেই ধরা পড়লে স্ক্রাব টাইফাসের দ্রুত মোকাবিলা সম্ভব। রোগ নির্ণয়ে দেরি হলেই প্রাণঘাতী হয়ে ওঠে স্ক্রাব টাইফাস।

আরও পড়ুন, হাতে আসবে টাকা, ঘরে ফিরবে শান্তি! বিরল যোগে শনির ‘সুনজরে’ তিন রাশি

আরও পড়ুন, এক রাতেই বদলে গেল বেহালা চৌরাস্তার ছবি, মূল্য চুকিয়ে গেল ছোট্ট সৌরনীল

advertisement

উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালে দাবি, শুক্রবার পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী ২৬ জন চিকিৎসাধীন রোগীদের মধ্যে এই স্ক্রাব টাইফাসে আক্রান্তের হদিশ মিলেছে। হাসপাতাল সূত্রের খবর, অনুযায়ী এই রোগে আক্রান্ত প্রত্যেক রোগী জ্বর, প্রবল মাথাব্যথা সহ একাধিক উপসর্গ নিয়ে হাসপাতালে আসছেন।

সেরা ভিডিও

আরও দেখুন
৪২০ বছরের প্রথা! একাদশীতে ১২ ঘণ্টার যাত্রার পর জঙ্গিপুরে পেটকাটি দুর্গা প্রতিমা নিরঞ্জন
আরও দেখুন

পিয়া গুপ্তা

বাংলা খবর/ খবর/উত্তর দিনাজপুর/
Scrub Typhus: পোকার কামড়ে ভয়ঙ্কর ব্যাকটিরিয়া সংক্রমণ উঃ দিনাজপুরে! হাসপাতালে ভর্তি ২৬
Open in App
হোম
খবর
ফটো
লোকাল