মায়াপুরের ইসকনের আদলেই এবার সাজতে চলছে উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ এর রথ। ইসকনের শিল্পীদের হাতেই তৈরি হচ্ছে এবার সুবিশাল রথ। এই রথ তৈরি করতে প্রায় খরচ পড়ছে ৭ থেকে ৮ লক্ষ টাকা। হাতে মাত্র আর একটি দিন তাই ইতিমধ্যে জোর কদমে শুরু হয়ে গিয়েছে শেষ মুহূর্তের প্রস্তুতি। কালিয়াগঞ্জ শহরের মিলন পাড়ায় এবার বের হবে রথ।
advertisement
আরও পড়ুন: হাতের কাছেই ‘ম্যাজিক’ উপাদান! চোখের তলার কালি উবে যাবে নিমেষে, মুখ হবে নিটোল, সুন্দর!
ইসকনের আদলে এই রথ তৈরি হচ্ছে আকাশমনি ও শাল কাঠ দিয়ে। উদ্যোক্তা সজল কুমার সাহা জানান, ইসকন অনুমোদিত এই প্রথম শুরু হয়েছে এই রথ। ইসকন থেকে আসা প্রায় ১০ থেকে ১২ জন মিস্ত্রি প্রায় একমাস ধরে এই রথ তৈরি করছেন। এই রথ যাত্রায় এবারের বিশেষ আকর্ষণ থাকবে ব্যান্ড, আদিবাসী নৃত্য ও ট্যাবলো। সবকিছু মিলিয়ে এবার উত্তরে নতুন চমক দেবে ইসকনের অনুমোদিত কালিয়াগঞ্জ এর এই রথযাত্রা।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
পিয়া গুপ্তা





