আরও পড়ুন: যাদবপুরে ছাত্র মৃত্যুর আঁচ বিধানসভায়! ওয়াক আউট বিজেপির, ব্রাত্য-শুভেন্দু তরজা
সোমবার রাতে রাজ্যপাল সি ভি আনন্দ বোস দীপক কুমার রায়ের নামে সবুজ সঙ্কেত দেন। এরপরই বিজ্ঞপ্তি বের করে রাজভবন। নোটিশ পেয়েই মঙ্গলবার সকাল ন’টায় রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে আসেন দীপকবাবু। নোটিশ অনুযায়ী পরবর্তী আদেশ না আসা পর্যন্ত তিনিই উপাচার্যের দায়িত্ব সামলাবেন।
advertisement
এদিকে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গিয়েছে, অবশেষে উপাচার্য পাওয়ায় পঠন-পাঠনের পাশাপাশি বিশ্ববিদ্যালয় প্রশাসনিক কাজেও গতি আসবে। কারণ উপাচার্য না থাকার ফলে অনেক কাজ আটকে ছিল। সমস্যায় পড়তে হচ্ছিল অধ্যাপক সহ কলেজের পড়ুয়াদের। এদিন দায়িত্বভার গ্রহণ করার পর দীপককুমার রায় বলেন, উপাচার্য হিসেবে সমস্ত দায়িত্ব আমি পালন করব। যতদিন পর্যন্ত আমাকে রাখা হবে ততদিন নিষ্ঠার সঙ্গে কাজ করে যাব।
পিয়া গুপ্তা