পুজোর কালেকশনে এবার ছেলেদের শার্টের মধ্যে রয়েছে সেলিব্রিটি শার্ট।ফুলহাতা এই সেলিব্রিটি শার্ট গুলো যেকোন পুরুষের সম্পূর্ণ লুকটাই চেঞ্জ করে দিতে পারে। এছাড়াও জিন্সের পাশাপাশি ছেলেদের শার্টের ডিজাইনের মধ্যে সেলিব্রেটি শার্ট ছাড়াও রয়েছে ডেনিম শার্টও। ৫০০ থেকে ২০০০ টাকার মধ্যে বিভিন্ন রঙের কম্বিনেশনের এই শার্ট গুলোএবার পুজোয় পুরুষদের একটু অন্যরকম লুকস এনে দেবে।
advertisement
পুজোতে রয়েছে ছেলেদের জিন্সের ও রকমারি কালেকশন। পুজোর কালেকশনে জিন্সের মধ্যে অন্যতম হলো কটন সফট জিন্স । কটন কাপড়ের এই সফট জিন্স গুলো শুধুমাত্র পুজো নয় পুজোর পরেও অনেকদিন পরে অফিস কিংবা কলেজে যেতে পারবেন। এছাড়াও রয়েছে রিম্যক্স, আঙ্কেল এছাড়াও গ্যার্বাডিন, সোয়েটপ্যান্ট, শর্টস কার্গো, থ্রি কোয়ার্টার এছাড়াও বিভিন্ন রকম জিন্সের কালেকশন। এক বিক্রেতা অভি সাহা জানান, এবার পুজোয় বিভিন্ন ধরনের জিন্সের কালেকশন এসেছে। তবে এগুলোর মধ্যে অন্যতম হলো অ্যাঙ্কেল জিন্স ও কিলার জিন্স । অল্প বয়সী ছেলেদের কাছে এই জিন্সগুলো ভীষণ আকর্ষণীয় হয়ে উঠেছে।
পিয়া গুপ্তা