জানা যাচ্ছে, উত্তর দিনাজপুরের এই চা বাগানে প্রায় ২৫০ জন শ্রমিক কাজ করছেন। সম্প্রতি রাজ্য সরকার শ্রমিকদের কথা মাথায় রেখে এই বছর পুজোয় ২০ শতাংশ হারে বোনাস নির্ধারণ করেছে। অথচ মালিকপক্ষ ১৫ শতাংশ হারে বোনাস দেওয়ার কথা জানিয়েছেন বলে অভিযোগ শ্রমিকদের।
আরও পড়ুনঃ মালদহে প্রাসাদোপম ডাকঘর! দেখা যাবে হারিয়ে যাওয়া রানারদের কাহিনী, নজরকাড়া থিমে মেগা হিট ‘এই’ পুজো
advertisement
এখানেই শেষ নয়! অভিযোগ, একই মালিকের আরেকটি ডিভিশন কচুবাড়িতে এই বছর ১৮ শতাংশ হারে শ্রমিকদের বোনাস দেওয়া হয়েছে। অথচ এই চা বাগানের শ্রমিকদের ক্ষেত্রে ১৫ শতাংশ হারে বোনাস দিতে চাইছে মালিকপক্ষ। তারই প্রতিবাদে এদিন চা বাগানের গেটে বিক্ষোভ দেখান শ্রমিকরা।
বিক্ষোভকারী শ্রমিকদের দাবি, কচুবাড়ি চা-শ্রমিকদের এই বছর ১৮ শতাংশ হারে বোনাস দেওয়া হয়েছে। ঠিক সেভাবেই এই বাগানের শ্রমিকদেরও ১৮ শতাংশ হারে বোনাস দেওয়া হোক। যদি শ্রমিকদের সমস্যা না মেটে, তাহলে তাঁরা আরও বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারিও দিয়েছেন।