TRENDING:

Durga Puja Bonus: বোনাস নিয়ে বৈষম্যের অভিযোগ! পুজোর আবহে বিক্ষোভ, সমস্যা না মিটলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি

Last Updated:

Durga Puja Bonus: রাজ্য সরকার এই বছর পুজোয় ২০ শতাংশ হারে বোনাস নির্ধারণ করেছে। অথচ মালিকপক্ষ ১৫ শতাংশ হারে বোনাস দেওয়ার কথা জানিয়েছেন বলে অভিযোগ শ্রমিকদের। এই নিয়ে সোনাপুর গ্রাম পঞ্চায়েতের তিন মাইল এলাকার কিশোরী বাগ চা বাগানের শ্রমিকদের বিক্ষোভ

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
চোপড়া, উত্তর দিনাজপুর, চঞ্চল মোদকঃ দেবীপক্ষের সূচনা হয়ে গিয়েছে। আকাশে-বাতাসে পুজো পুজো গন্ধ। এই আবহে বোনাসের দাবিতে চা বাগানের শ্রমিকদের বিক্ষোভ। এদিন চোপড়ার সোনাপুর গ্রাম পঞ্চায়েতের তিন মাইল এলাকার কিশোরী বাগ চা বাগানে ঘটনাটি ঘটেছে।
বোনাসের দাবিতে বিক্ষোভ
বোনাসের দাবিতে বিক্ষোভ
advertisement

জানা যাচ্ছে, উত্তর দিনাজপুরের এই চা বাগানে প্রায় ২৫০ জন শ্রমিক কাজ করছেন। সম্প্রতি রাজ্য সরকার শ্রমিকদের কথা মাথায় রেখে এই বছর পুজোয় ২০ শতাংশ হারে বোনাস নির্ধারণ করেছে। অথচ মালিকপক্ষ ১৫ শতাংশ হারে বোনাস দেওয়ার কথা জানিয়েছেন বলে অভিযোগ শ্রমিকদের।

আরও পড়ুনঃ মালদহে প্রাসাদোপম ডাকঘর! দেখা যাবে হারিয়ে যাওয়া রানারদের কাহিনী, নজরকাড়া থিমে মেগা হিট ‘এই’ পুজো

advertisement

এখানেই শেষ নয়! অভিযোগ, একই মালিকের আরেকটি ডিভিশন কচুবাড়িতে এই বছর ১৮ শতাংশ হারে শ্রমিকদের বোনাস দেওয়া হয়েছে। অথচ এই চা বাগানের শ্রমিকদের ক্ষেত্রে ১৫ শতাংশ হারে বোনাস দিতে চাইছে মালিকপক্ষ। তারই প্রতিবাদে এদিন চা বাগানের গেটে বিক্ষোভ দেখান শ্রমিকরা।

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

বিক্ষোভকারী শ্রমিকদের দাবি, কচুবাড়ি চা-শ্রমিকদের এই বছর ১৮ শতাংশ হারে বোনাস দেওয়া হয়েছে। ঠিক সেভাবেই এই বাগানের শ্রমিকদেরও ১৮ শতাংশ হারে বোনাস দেওয়া হোক। যদি শ্রমিকদের সমস্যা না মেটে, তাহলে তাঁরা আরও বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারিও দিয়েছেন।

advertisement

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Durga Puja Bonus: বোনাস নিয়ে বৈষম্যের অভিযোগ! পুজোর আবহে বিক্ষোভ, সমস্যা না মিটলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল