বিভিন্ন সরকারি বেসরকারি সংস্থা থেকে প্রশিক্ষণ নিয়ে বর্তমানে ২০ বছর ধরে নিজের বাড়িতেই একের পর এক পাটের জিনিস বানিয়ে চলছেন হেমতাবাদের বাসিন্দা সত্যেন্দ্রনাথ রায়। তার তৈরি এই পাটের সামগ্রী মুম্বই,আমেরিকা সহ ভিন রাজ্যেও পাড়ি দিচ্ছে। সত্যেন্দ্রনাথ রায় জানান, চাষবাসের পাশাপাশি অবসর সময়ে তিনি মাঠ থেকে কিংবা বাজার থেকে পাট কিনে নিয়ে তা দিয়ে সুতো বের করে বিভিন্ন ধরনের পশু পাখির শোপিস তৈরি করে থাকেন।
advertisement
বাজার থেকে ভাল মানের বোম পাট দিয়েই তাঁর এই সামগ্রীগুলো তিনি তৈরি করে থাকেন। প্রায় ৫ হাজার টাকা কুইন্টাল দরে পাট কিনে নিয়ে আসেন। এ পাটের সামগ্রী ৫০ টাকা থেকে ২৫০-৩০০ এমন কী পাঁচশো হাজার টাকা দামে বিক্রি করা হয়। এছাড়া সত্যেন্দ্রনাথ বাবুর পাটের সামগ্রী গুলো বিভিন্ন সরকারি, বেসরকারি হস্তশিল্প মেলায় নিয়ে গিয়ে বিক্রি করেন। সময় সঙ্গে পাল্টাচ্ছে মানুষের চিন্তা ভাবনা। জেলার এই সোনালী ফসল দিয়েই তৈরি হচ্ছে বিভিন্ন ধরনের ব্যবহার্য সামগ্রী।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
পিয়া গুপ্তা





