আরও পড়ুন:
ভারতে চলে এলেও বন্ধ হয়নি মনসা পুজো। প্রথাগত ভাবে আজও পারিবারিক রীতিনীতি মেনেই চলে আসছে মনসা পুজো। এই মনসা পুজো চলে পাঁচ দিন ধরে মনসা পুজোকে ঘিরে বসে মেলাও। বিল্বমঙ্গলবাবু জানান তার বাবা কার্তিক চন্দ্র কুণ্ডু বাংলাদেশের থাকাকালীন স্বপ্নাদেশ পেয়ে শুরু করেছিলেন মনসা পুজো। সেখানেই দীর্ঘ কুড়ি বছর পুজো হবার পর সপরিবারে কালিয়াগঞ্জ এসে বসবাস শুরু করেন বাবার সঙ্গে।
advertisement
আরও পড়ুন: দেশের ক্ষুদ্রতম রেলপথ কোনটি জানেন? ভাড়া শুনলে চমকে যাবেন!
তারপর সেই থেকে বাংলাদেশের সেই পুজো চালু হয় কালিয়াগঞ্জে। শ্রাবণ মাসের সংক্রান্তির শেষ দিন ভোলানাথের পুজো দিয়েই শুরু এখানে মনসা পুজো। তারপর মনসা পুজোর দিন মাটির একাধিক মূর্তির মাধ্যমে মনসা পালা অনুষ্ঠিত হয়। মনসা পুজোর দিন বাড়ির সামনে পাঁচ দিনব্যাপী চলে মেলা। একটা পাঁচ দিন ধরে মনসার বিভিন্ন রূপের পুজো করা হয়।
পিয়া গুপ্তা