কালিয়াগঞ্জ পৌরসভার পৌরপতি রাম নিবাস সাহা জানান আজ বহুদিন ধরে শ্রীমতি নদীর তীরে কিছু মানুষ নোংরা আবর্জনা এছাড়াও পুজোর ফুল, ঠাকুর বিসর্জনের প্রতিমা ফেলেন। এরফলে নদী দূষিত হয়ে যাচ্ছে। তাই পৌরসভা থেকে স্পট জরিমানার ব্যবস্থা করা হয়েছে। নদীর জল দূষণ রুখতে ৫০০ টাকা জরিমানার সিদ্ধান্ত নিয়েছে পৌরসভা। নদীর আশে পাশে ইতিমধ্যে কড়া নজরদারির ব্যবস্থা করেছে পৌরসভা।
advertisement
আরও পড়ুন ঃ দামে কম-মানে ভাল, রাখিতে ভাই-বোনের জন্য কী উপহার কিনবেন? রইল দারুন টিপস
উল্লেখ্য, উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের শ্রীমতী নদী। একসময় এই নদী দিয়ে জল বয়ে যেত। তবে বেশ কয়েক বছর ধরে এই নদীর বুকে জল নেই। কারণ এই শ্রীমতী নদীকে এলাকার কিছু মানুষ নিজেদের সুবিধার্থে নদীকে ডাস্টবিনে পরিণত করে দিয়েছিল। যার ফলে নদীর শুকিয়ে গিয়ে নদীর ভিতর থেকে শুধু নোংরা আবর্জনা বের হয়ে আসত।
সম্প্রতি কালিয়াগঞ্জ পৌরসভা নদী সংস্কার করে তার চার পাশে বিভিন্ন ধরনের গাছ লাগানোর ব্যবস্থা করেছে। তার পাশাপাশি নদীর আশেপাশের গাছ গুলোতে ২৫ টির ও বেশি ফেস্টুন লাগানো হয়েছে। যেখানে বড়ো বড়ো অক্ষরে লেখা আছে নদীতে নোংরা আবর্জনা ফেলবেন না অন্যথায় ৫০০ টাকার জরিমানা করা হবে। কালিয়াগঞ্জ পৌরসভার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন পৌরএলাকার সাধারণ মানুষ সহ নদী বাঁচাও কমিটির সদস্যরাও।
পিয়া গুপ্তা