আরও পড়ুন: সেতুর উপর দাঁড়ালে দেখা মেলে সুন্দরবনের, অবহেলায় সেখানে আসতে চাইছে না পর্যটকরা
ইটাহারে আয়োজিত হল কবাডি টুর্নামেন্ট। তাদের হাত ধরে ফিরল পুরনো খেলার স্মৃতি। এই জমজমাট কবাডি খেলা ঘিরে টানটান উত্তেজনা দেখা দেয়। এদিন ১০ টি দলে ভাগ হয়ে ১৬০ জন কিশোরী এই কবাডি প্রতিযোগিতায় অংশ নেন। উত্তর দিনাজপুর জেলা সিনির উদ্যোগে ইটাহার হাইস্কুল মাঠে মহিলা দলের কবাডি খেলার আয়োজন করা হয়।
advertisement
এই দিনের মহিলা কবাডি খেলায় জেলার ১০ টি কন্যাশ্রী কবাডি দল অংশ গ্রহণ করে। এদিন মাঠ প্রাঙ্গণে প্লেয়ার পরিচয়ের মাধ্যমে খেলার সূচনা হয়।এদিন সারাদিন মাঠ দাপালেন মহিলা কাবাডি প্লেয়াররা। সেই খেলা দেখতে ভিড় করল এলাকার মানুষ।
পিয়া গুপ্তা
Location :
Kolkata,West Bengal
First Published :
August 25, 2023 7:38 PM IST
বাংলা খবর/ খবর/উত্তর দিনাজপুর/
Uttar Dinajpur News: হারিয়ে যাবে দেশের এই পুরনো খেলা? আশা দেখাচ্ছে এক ঝাঁক তরুণী