আরও পড়ুন: বৃষ্টি উপেক্ষা করে করম পুজোয় মাতল চা বলয়, মাদলের তালে নাচলেন পুলিশ সুপার!
শনিবার রাত থেকে টানা ভারী বৃষ্টির জেরে কার্যত জলের তলায় রায়গঞ্জ শহর। ডুবে গিয়েছে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের মহিলা হস্টেলের জলের পাম্প। ফলে জলের অভাবে চরম সমস্যায় আবাসিকরা। এদিকে আবহাওয়া দফতর সূত্রে খবর, গত ২৪ ঘণ্টায় রায়গঞ্জে ১৮০.২২ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। অন্যদিকে, বীরনগর এলাকায় উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের রায়গঞ্জ ডিপোতে জল থৈ থৈ করছে। যাত্রীদের বসার জায়গা থেকে শুরু করে টিকিট কাউন্টার পর্যন্ত জল জমে গিয়েছে। হাঁটুজলের মধ্যেই লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা গেল বালুরঘাট, মালদহ রুটের যাত্রীদের।
advertisement
এদিন সকালে রায়গঞ্জ শহরের কলেজ পাড়াতে ধরা পড়েছে একই চিত্র। এই এলাকার একাংশ জলের তলায়। এই অঞ্চলেই অবস্থিত রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের হস্টেল মাঠ যেন পুকুরে পরিণত হয়েছে। রায়গঞ্জ পুরসভার প্রশাসক সন্দীপ বিশ্বাস বলেন, বেশকিছু জায়গায় জল জমেছে। এখন ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে। পুরসভার কর্মীরা কাজ করছেন।
ওয়াকিবহাল মহলের মতে, নিয়মিত নিকাশি নালা পরিষ্কার না হওয়ার কারণেই শহরের জল বের হতে পারছে না। একই সঙ্গে শহরের একের পর এক জলাভূমি ভরাট হওয়ার ফলেও অনেক নর্দমার মুখ বন্ধ হয়ে গিয়েছে। এর ফলেও শহরের জমা জল কোনভাবেই বাইরে বেরোতে পারছে না এবং বৃষ্টি হলেই জলমগ্ন হয়ে পড়ছে গোটা রায়গঞ্জ শহর।
পিয়া গুপ্তা