TRENDING:

Uttar Dinajpur News: টানা বৃষ্টিতে বন্যা পরিস্থিতি এই জেলায়

Last Updated:

একটানা বৃষ্টির জেরে বন্যা পরিস্থিতি উত্তর দিনাজপুরে। জেলার বিভিন্ন ব্লক জলের তলায় চলে গিয়েছে, চরম ভোগান্তি আমজনতার

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
উত্তর দিনাজপুর: এক টানা বৃষ্টির জেরে বন্যা পরিস্থিতি দেখা দিল জেলায়। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে কালিয়াগঞ্জের রাধিকাপুর সহ বেশ কয়েকটি গ্রাম। টাঙ্গন নদীর জল ঢুকে যাওয়ায় বিপর্যস্ত জনজীবন। পাশাপাশি রায়গঞ্জের অবস্থা বিশেষ একটা সুবিধাজনক নয়। প্রচুর বাড়িতে জল ঢুকে গিয়েছে। ব্যাপক ক্ষতি হয়েছে ফসলের।
advertisement

আরও পড়ুন: বৃষ্টি উপেক্ষা করে করম পুজোয় মাতল চা বলয়, মাদলের তালে নাচলেন পুলিশ সুপার!

শনিবার রাত থেকে টানা ভারী বৃষ্টির জেরে কার্যত জলের তলায় রায়গঞ্জ শহর। ডুবে গিয়েছে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের মহিলা হস্টেলের জলের পাম্প। ফলে জলের অভাবে চরম সমস্যায় আবাসিকরা। এদিকে আবহাওয়া দফতর সূত্রে খবর, গত ২৪ ঘণ্টায় রায়গঞ্জে ১৮০.২২ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। অন্যদিকে, বীরনগর এলাকায় উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের রায়গঞ্জ ডিপোতে জল থৈ থৈ করছে। যাত্রীদের বসার জায়গা থেকে শুরু করে টিকিট কাউন্টার পর্যন্ত জল জমে গিয়েছে। হাঁটুজলের মধ্যেই লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা গেল বালুরঘাট, মালদহ রুটের যাত্রীদের।

advertisement

এদিন সকালে রায়গঞ্জ শহরের কলেজ পাড়াতে ধরা পড়েছে একই চিত্র। এই এলাকার একাংশ জলের তলায়। এই অঞ্চলেই অবস্থিত রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের হস্টেল মাঠ যেন পুকুরে পরিণত হয়েছে। রায়গঞ্জ পুরসভার প্রশাসক সন্দীপ বিশ্বাস বলেন, বেশকিছু জায়গায় জল জমেছে। এখন ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে। পুরসভার কর্মীরা কাজ করছেন।

advertisement

ওয়াকিবহাল মহলের মতে, নিয়মিত নিকাশি নালা পরিষ্কার না হওয়ার কারণেই শহরের জল বের হতে পারছে না। একই সঙ্গে শহরের একের পর এক জলাভূমি ভরাট হওয়ার ফলেও অনেক নর্দমার মুখ বন্ধ হয়ে গিয়েছে। এর ফলেও শহরের জমা জল কোনভাবেই বাইরে বেরোতে পারছে না এবং বৃষ্টি হলেই জলমগ্ন হয়ে পড়ছে গোটা রায়গঞ্জ শহর।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
যা নেবেন মাত্র ৫ টাকা! বিজয়ার মিষ্টির সাবেকি স্বাদ পেতে হলে যেতে হবে এখানে, কোথায় জানেন
আরও দেখুন

পিয়া গুপ্তা

বাংলা খবর/ খবর/উত্তর দিনাজপুর/
Uttar Dinajpur News: টানা বৃষ্টিতে বন্যা পরিস্থিতি এই জেলায়
Open in App
হোম
খবর
ফটো
লোকাল