Alipurduar News: বৃষ্টি উপেক্ষা করে করম পুজোয় মাতল চা বলয়, মাদলের তালে নাচলেন পুলিশ সুপার!
- Published by:kaustav bhowmick
- news18 bangla
- Reported by:ANNANYA DEY
Last Updated:
বৃষ্টি উপেক্ষা করে করম পরবে মাতল চা বলয়, মাদলের তালে নেচে উঠলেন পুলিশ সুপার
আলিপুরদুয়ার: আদিবাসীদের অন্যতম শ্রেষ্ঠ উৎসব করম পরব। সেই করম পরবে মেতে উঠল আলিপুরদুয়ার জেলার চা বাগানগুলির আদিবাসী শ্রমিক পরিবাররা। এই উৎসবে যোগদান করলেন জেলা প্রশাসনের শীর্ষকর্তারা।
করম পরবের দিন বোনেরা তাঁদের ভাইয়ের জন্য উপোস করেন এবং তার দীর্ঘায়ু কামনা করেন। প্রতি বছর ভাদ্র মাসের শুক্লপক্ষের একাদশীতে করম পুজো বা করম পরব উদযাপন করা হয়। করম উৎসবের মুল উদ্দেশ্য হল, বোন তার ভাইয়ের সুখ ও সমৃদ্ধির জন্য এই একাদশীর দিন উপোস করেন। পাশাপাশি কৃষিকাজে উন্নতি এবং প্রকৃতির কাছ থেকে ভাল ফসল লাভের জন্য প্রার্থনা করা হয়। চা বলয়ে বহু আদিবাসী শ্রমিক কাজ করেন। তাঁদের পরিবারের কাছে বড় উৎসব করম পুজো। সেই উপলক্ষে সারারাত ধামসা-মাদলের তালে চলল নৃত্য।মাঝেরডাবরি চা বাগানে করম পুজোর আনন্দে শামিল হন জেলা প্রশাসনের কর্তারা।
advertisement
advertisement
করম পরবে যোগ দিয়ে মাদল হাতে নিয়ে আদিবাসী নৃত্যে শামিল হতে দেখা গেল আলিপুরদুয়ারের এসপি ওয়াই রঘুবংশীকে। সারারাত পুজোর পর হবে করম পুজোর বিসর্জন। মালঙ্গী, ভার্নোবাড়ি, মধু, কালচিনি, রায়মাটাং, গাড়োপাড়া সহ সবকটি চা বাগানে আয়োজিত হয়েছে করম পুজো।
অনন্যা দে
Location :
Kolkata,West Bengal
First Published :
September 26, 2023 12:22 PM IST
বাংলা খবর/ খবর/আলিপুরদুয়ার/
Alipurduar News: বৃষ্টি উপেক্ষা করে করম পুজোয় মাতল চা বলয়, মাদলের তালে নাচলেন পুলিশ সুপার!