ছাড়াওমানিক কলা কিংবা অন্যান্য জাতের কলাগাছে বছরে একবার কলা ধরে ও ফলন কম হয়তবে জি- ৯ জাতের কলায় রোগ আক্রমণের পরিমাণ কম হয় ও ফলন ও ভালো হয়।তাই এই জাতের কলা চাষ করে অধিক লাভবান হওয়া যায়।কৃষিবিদ মলয় রায়চৌধুরী জানানজি ৯ জাতের কলা ৮-৯ মাসের মধ্যে পাওয়া যায়, যেখানে অন্য জাতের কলা পেতে ১১-১৫ মাস অপেক্ষা করতে হয়।
advertisement
আরও পড়ুন:
এছাড়াও এই কলা চাষ মূলত সারা বছর করা হলেও এই কলা চাষে প্রচুর জলের প্রয়োজন হয় তাই বর্ষায় জুন, জুলাই, অগাস্ট মাসে এই কলা চাষ শুরু করা হয়। উঁচু জমি নির্বাচন করতে হয় এই কলা চাষের জন্য।এছাড়াও চারা রোপনের দুমাস পরে গাছের গোড়ায় এক ফুট দূরত্বে চারিদিকে ১০ থেকে ১২ কেজি পুরনো গোবর সার বা ভার্মি কম্পোস্ট ইউরিয়া ,ফসফেট ,পটাশ প্রয়োগ করা হয়। এছাড়াও শীতের সময় তাপমাত্রার নিচে নেমে এলে গাছের বৃদ্ধি ক্ষতিগ্রস্ত হয়। সেই পরিস্থিতিতে রাতে সেচ দিতে হয়। শীতের সময় এই গাছগুলোকে একটু বেশি করে যত্ন করতে হয়।
পিয়া গুপ্তা