যেখানে শুধু টমেটোই নয়, কাঁচা লঙ্কাও বিক্রি হচ্ছে ৪০ টাকা কিলো, এছাড়াও আলু ১৬ টাকা কিলো দরে বিক্রি হচ্ছে। বাজার থেকে বহু গুণ সস্তায় এদিন সবজি কিনতে সেই ভালোবাসার দোকানে ভিড় জমায় সাধারণ মানুষ।
আরও পড়ুনঃ প্রাচীন দানাশস্য চাষকে পুনর্জীবিত করতে অনবদ্য প্রয়াস কৃষি বিজ্ঞান কেন্দ্রের
উত্তর দিনাজপুরে প্রদেশ যুব কংগ্রেসের সম্পাদক তন্ময় দত্ত বলেন, “সবজির বাজার অগ্নি মূল্য। পকেটে হাত দিলে হাত পুড়ে যাচ্ছে। তাই আজ আমরা রাহুল গান্ধীর ভালোবাসার বার্তা ছড়িয়ে দিতে মহব্বত কার দোকান খুলেছি। যে দোকানে পাওয়া যাবে নিত্য প্রয়োজনীয় সবজি।” তন্ময় দত্ত বলেন, সাধারণ মানুষের চাহিদার কথা মাথায় রেখে কিছুদিন এই মহব্বত কা দোকান চালিয়ে যাওয়া হবে শহরের বিভিন্ন প্রান্তে।
advertisement
পিয়া গুপ্তা
Location :
Kolkata,West Bengal
First Published :
Aug 07, 2023 9:42 PM IST
বাংলা খবর/ খবর/উত্তর দিনাজপুর/
Uttar Dinajpur News: বাজার নয়! ভালোবাসার দোকান থেকে সবজি কিনতে ভিড় উপচে পড়ছে সাধারণ মানুষের






