TRENDING:

Panchayat Election 2023: পঞ্চায়েত নির্বাচনে ভোট দিল না সাধারণ মানুষ! কালা দিবস পালন চোপড়ায়

Last Updated:

চোপড়ায় ভোট দিল না সাধারণ মানুষ।  কালা দিবস পালন করা হল শনিবার। গণতন্ত্রের হত্যা ও ভোটাধিকার কেড়ে নেওয়ার প্রতিবাদে এদিন চোপড়ায় কালা দিবস পালন করল চোপড়া ব্লকের কংগ্রেস ও সিপিআইএম কর্মীরা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
উত্তর দিনাজপুর: পঞ্চায়েত নির্বাচনের সকাল থেকেই পরিস্থিতি উতপ্ত। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে উঠে আসছে নানা অশান্তির খবর। এখন পর্যন্ত রাজ্যে ভোট-হিংসার বলি হয়েছে প্রায় ১৫ জন। পাশাপাশি ছাপ্পা ভোটের অভিযোগে রাজ্যের নানা প্রান্তে ব্যালট বক্স ছিনটাই থেকে ব্যালট বক্সে জল এমনি ভাতের ফ্যান ঢেলে দেওয়ার মতো খবরও। পাশাপাশি কোথাও কোথাও ব্যালট পেপারে আগুন পর্যন্ত ধরিয়ে দিতে দেখা গিয়েছে। সবটা নিয়ে ভোটের এক হিংস্র চেহারা। গনতন্ত্র সাঙ্ঘাতিক ভাবে বিপর্যস্ত।
advertisement

আর তার প্রতিবাদেই চোপড়ায় ভোট দিল না সাধারণ মানুষ।  কালা দিবস পালন করা হল শনিবার। গণতন্ত্রের হত্যা ও ভোটাধিকার কেড়ে নেওয়ার প্রতিবাদে এদিন চোপড়ায় কালা দিবস পালন করল চোপড়া ব্লকের কংগ্রেস ও সিপিআইএম কর্মীরা। এদিন দাসপাড়া পীর সাহেব মোড় থেকে লালবাজার মোড় পর্যন্ত চোপড়াতে কালো পতাকা নিয়ে কালা দিবস পালনে শামিল হল চোপড়া ব্লকের সাধারণ মানুষ।

advertisement

আরও পড়ুন: কী ভয়াবহ! বেলা বাড়তেই স্বমহিমায় ভাঙড়, ভোটকেন্দ্রের বাইরেই ঘটল মারাত্মক ঘটনা

শুধু তাই না উত্তর দিনাজপুর জেলা জুড়ে উঠে  অন্য ছবি। সমগ্র রাজ্যের সঙ্গে আটটি জেলায় ১৫৬৫ টি মহিলাদের দ্বারা পরিচালিত পিঙ্ক বুথের ব্যবস্থা করা হয়েছে। যার মধ্যে উত্তর দিনাজপুর জেলায় ৭ টি পাশাপাশি কালিয়াগঞ্জে ১ টি মহিলা পরিচালিত পিঙ্ক বুথের ব্যবস্থা করা হয়েছে। যেটি কালিয়াগঞ্জ ব্লকের তরঙ্গপুর এন কে হাই স্কুল বিদ্যালয় প্রাঙ্গণে ৯৬ নং বুথে এই অভিনব ভোট কেন্দ্রের ব্যবস্থা করা হয়েছে।

advertisement

আরও পড়ুন: হাওড়ায় ছিনতাই ব্যালট বক্স! তারপর যা হল শুনলে পায়ের তলা থেকে মাটি সরে যাবে

জানা গিয়েছে, কালিয়াগঞ্জের এই মহিলা পরিচালিত বুথে কোনও কেন্দ্রীয় বাহিনী নেই। লোকাল কিছু পুলিশ ও সিভিক ভলেন্টিয়ার দিয়ে এখানে ভোট করানো হচ্ছে। যদিও এখনও পর্যন্ত এই বুথে তেমন কোনো গন্ডগোলের খবর পাওয়া যায়নি।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

পিয়া গুপ্তা

বাংলা খবর/ খবর/উত্তর দিনাজপুর/
Panchayat Election 2023: পঞ্চায়েত নির্বাচনে ভোট দিল না সাধারণ মানুষ! কালা দিবস পালন চোপড়ায়
Open in App
হোম
খবর
ফটো
লোকাল