TRENDING:

Tecno ভারতে লঞ্চ করতে চলেছে তাদের নতুন স্মার্টফোন Tecno POP 5 Pro, দেখে নিন এক ঝলকে!

Last Updated:

TECNO launches POP 5 Pro: এক নজরে দেখে নেওয়া যাক Tecno POP 5 Pro ফোনের কয়েকটি উন্নত ও আধুনিক ফিচার।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: গ্লোবাল প্রিমিয়াম স্মার্টফোন ব্র্যান্ড Tecno ভারতে লঞ্চ করতে চলেছে তাদের POP সিরিজের স্মার্টফোন Tecno POP 5 Pro। এক নজরে দেখে নেওয়া যাক Tecno POP 5 Pro ফোনের কয়েকটি উন্নত ও আধুনিক ফিচার (TECNO launches POP 5 Pro)।
Tecno Pop 5 Pro
Tecno Pop 5 Pro
advertisement

ব্যাটারি -

Tecno POP 5 Pro ফোনে রয়েছে ৬০০০ এমএএইচ (mAh) মেগা ব্যাটারি। এর ফলে Tecno POP 5 Pro ফোনের মাধ্যমে একটানা কথা বলা যাবে প্রায় ৫৪ ঘণ্টা, Tecno POP 5 Pro ফোনে একটানা গান শোনা যাবে প্রায় ১২০ ঘণ্টা। এছাড়াও Tecno POP 5 Pro ফোনে রয়েছে ব্যাটারি ল্যাব, আলট্রা পাওয়ার সেভিং মোড, এর ব্যাটারি ব্যাকআপ ইন্টেলিজেন্ট অপ্টিমাইজেশন যুক্ত।

advertisement

আরও পড়ুন-জাতীয় পতাকার অবমাননা! অ্যামাজনকে নোটিস পাঠাল ভোপাল পুলিশ

ডিসপ্লে স্ক্রিন -

Tecno POP 5 Pro ফোনে রয়েছে ৬.৫২ ইঞ্চির এইচডিপ্লাস (HD+) ডিসপ্লে, ৯০ শতাংশ স্ক্রিন বডি রেশিও, ২৬৯পিপিআই (269PPI) পিক্সেল ডেনসিটি। এর ফলে Tecno POP 5 Pro ফোনের ইউজাররা পাবে প্রিমিয়াম সেগমেন্টের ডিসপ্লে এক্সপেরিয়েন্স। Tecno POP 5 Pro ফোনের ৪৮০নিটস (480nits) ম্যাক্সিমাম ব্রাইটনেস দিনের বেলায় সূর্যের আলোতেও ইউজারদের সাহায্য করবে ফোনের স্ক্রিন দেখার ক্ষেত্রে। এছাড়াও Tecno POP 5 Pro ফোনে রয়েছে ১২০এইচজেড (120Hz) টাচ স্যামপ্লিং রেট।

advertisement

ইন্টারনাল স্টোরেজ -

Tecno POP 5 Pro ফোনে রয়েছে ৩জিবি (GB) র‍্যাম (RAM), ৩২ জিবি ইন্টারনাল স্টোরেজ, যা এসডি (SD) কার্ডের মাধ্যমে ২৫৬ জিবি পর্যন্ত বাড়ানো সম্ভব। এর ফলে Tecno POP 5 Pro ফোনের ইউজাররা নিজেদের ফোনে অনেক কিছু স্টোর করে রাখতে পারবে।

ক্যামেরা -

Tecno POP 5 Pro ফোনে রয়েছে ৮ মেগাপিক্সেলের পোর্ট্রেট ডুয়াল রিয়ার ক্যামেরা। Tecno POP 5 Pro ফোনের এই ক্যামেরার মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের মোড, যেমন - এআই পোট্রেট (AI Portrait), এইচডিআর (HDR), ফিল্টার (Filters) ইত্যাদি। এছাড়াও Tecno POP 5 Pro ফোনে রয়েছে ৫ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, যা ফ্রন্ট ফ্ল্যাশলাইট এবং ওয়াইড এফ২.০ অ্যাপারচার (Wide F2.0 Aperture) যুক্ত।

advertisement

আরও পড়ুন-Viral Video: সাধের গাড়ি কিনতে গিয়ে অপমানিত হলেন কৃষক, তোলপাড় সোশ্যাল মিডিয়া!

স্টাইলিশ ডিজাইন -

সেরা ভিডিও

আরও দেখুন
দুর্গাপুজোর সময় অসুরের আরাধনা! জঙ্গলমহলের নানা গ্রামে কেন পালিত হয় দাসাই পরব?
আরও দেখুন

Tecno POP 5 Pro ফোনে রয়েছে গ্লসি ফিনিশ যা ভিজ্যুয়াল লাইট রিফ্লেকশন প্যাটার্ন যুক্ত। এর ফলে Tecno POP 5 Pro ফোনটি ইউজারদের করে তুলতে পারে ভিড়ের মাঝেও ফ্যাশন আইকন। আকর্ষণীয় কালারের Tecno POP 5 Pro ফোনে রয়েছে বোল্ডার ব্র্যান্ড লোগো। এর ফলে Tecno POP 5 Pro ফোনটির লুক হয়েছে প্রিমিয়াম স্মার্টফোনের মতো।

advertisement

বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
Tecno ভারতে লঞ্চ করতে চলেছে তাদের নতুন স্মার্টফোন Tecno POP 5 Pro, দেখে নিন এক ঝলকে!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল