TRENDING:

পেট্রোল-ডিজেল বা গ্যাস নয়, লাগবে না চার্জও! বাজারে আসছে সম্পূর্ণ দূষণমুক্ত বাস, কী দিয়ে চলবে জানেন?

Last Updated:

Hydrogen bus: ভারত পরিচ্ছন্ন এবং সবুজ গণপরিবহনের দিকে একটি বড় পদক্ষেপ নিচ্ছে। টাটা মোটরস এবং ইন্ডিয়ান ওয়েল এর যৌথ উদ্যোগে ডিজেল এবং চার্জ ছাড়া নতুন ধরনের বাস আনল টাটা। এসবের বদলে জল দিয়েই চলবে বাস।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
আসছে হাইড্রোজেন বাস
আসছে হাইড্রোজেন বাস
advertisement

ভারত পরিচ্ছন্ন এবং সবুজ গণপরিবহনের দিকে একটি বড় পদক্ষেপ নিচ্ছেটাটা মোটরস এবং ইন্ডিয়ান ওয়েল যৌথ উদ্যোগে ডিজেল এবং চার্জ ছাড়া নতুন ধরনের বাস আনল টাটাএসবের বদলে জল দিয়েই চলবে বাস

advertisement

এই বাসগুলিতে কোনও রকম দূষণ হয় না। ধোঁয়া বা ক্ষতিকারক গ্যাসের বদলে শুধুমাত্র জলীয় বাষ্প নির্গত করে এই বাসগুলি, যার মানে কোন শব্দ নেই এবং কোন দূষণ হবে না ওই বাসগুলোতে

আরও পড়ুন: তরুণীকে চিকিৎসার অছিলায় বিবস্ত্র করে আপত্তিকর জায়গায় স্পর্শের অভিযোগ ডাক্তারের বিরুদ্ধে! ধৃত অভিযুক্ত

advertisement

ইনস্টাগ্রামে এই ধরনের বাসের একটি ভিডিও শেয়ার করে, একজন কন্টেন্ট ক্রিয়েটর লিখেছেন, “এই বাসটি ডিজেলে চলে না এবং এটি একটি ইভির মতো চার্জ করার প্রয়োজন নেইতাহলে এটি কীভাবে চলে? আমাকে বলতে দিনহাইড্রোজেন উপরে সিলিন্ডারে ভরা এবং সংরক্ষণ করা হয়। তারপর এই হাইড্রোজেন এই পাইপগুলির মাধ্যমে বাসের পিছনের ফুয়েল সেলে আসে। এটি একটি ফুয়েল সেল যা হাইড্রোজেন থেকে বিদ্যুৎ উৎপাদন করে। এই ফুয়েল সেল থেকে উৎপাদিত বিদ্যুনীচের মোটরকে চালিত করে, যা এই বাসটি চালায়। এটি ‘TATA Motors’ হাইড্রোজেন ফুয়েল সেল ইলেকট্রিক বাস-১২মি।”

advertisement

আরও পড়ুন: পিতার সম্পত্তিতে ছেলেমেয়ের সমান অধিকার থাকলেও একটা শর্তে কিচ্ছু পাবেন না কন্যারা, জানাল হাই কোর্ট

“সেরা অংশ হল এর উপজাত শুধুমাত্র জলীয় বাষ্প, যার মানে বাসটি চলবে এবং শুধুমাত্র জলীয় বাষ্প বের হবে। কোন শব্দ নেই, কোন দূষণ নেই। ২০২১ সালের জুনে, Indian Oil Corporation (IOCL) থেকে ১৫টি হাইড্রোজেন চালিত বাস তৈরির একটি প্রকল্প পেয়েছিল টাটাএই বাসে প্রায় ৩৫ জন বসতে পারে। তবে কবে এই ধরনের বাস বাজারে আসবে সেটাই দেখার

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
বক্সা-জলদাপাড়ায় বাড়ছে বুনো হাতির সংখ্যা! দাঁতালদের তাণ্ডব ঠেকাতে বেকায়দায় বন দফতর
আরও দেখুন

বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
পেট্রোল-ডিজেল বা গ্যাস নয়, লাগবে না চার্জও! বাজারে আসছে সম্পূর্ণ দূষণমুক্ত বাস, কী দিয়ে চলবে জানেন?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল