TRENDING:

দারুণ জনপ্রিয়তা লাভ করেছে Sanchar Saathi অ্যাপ; মাত্র ৬ মাসেই ৫০ লক্ষ ডাউনলোড, ইতিমধ্যেই মিলেছে ৫.৩৫ লক্ষ খোওয়া যাওয়া ফোনের হদিশ

Last Updated:

মাত্র ৬ মাসের মধ্যেই এই অ্যাপ ডাউনলোড করেছেন ৫০ লক্ষেরও বেশি মানুষ। যা থেকে এর জনপ্রিয়তা স্পষ্ট হয়ে গিয়েছে। গত শনিবার এই তথ্য প্রকাশ করা হয়েছে যোগাযোগ মন্ত্রকের তরফে। 

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
Sanchar Saathi Download: ইতিমধ্যেই বাজারে Department of Telecommunications (DoT)-র Sanchar Saathi মোবাইল অ্যাপের জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছে। আসলে মাত্র ৬ মাসের মধ্যেই এই অ্যাপ ডাউনলোড করেছেন ৫০ লক্ষেরও বেশি মানুষ। যা থেকে এর জনপ্রিয়তা স্পষ্ট হয়ে গিয়েছে। গত শনিবার এই তথ্য প্রকাশ করা হয়েছে যোগাযোগ মন্ত্রকের তরফে।
News18
News18
advertisement

এখানেই শেষ নয়, এই অ্যাপটির সাহায্যে প্রায় ৫.৩৫ লক্ষ খোওয়া যাওয়া কিংবা চুরি যাওয়া ফোন উদ্ধার করা সম্ভব বয়েছে। সেই সঙ্গে এর Chakshu (চক্ষু) ফিচারের মাধ্যমে প্রায় ১ কোটিরও বেশি ভুয়ো মোবাইল সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে এবং প্রায় ২৯ লক্ষ সন্দেহভাজন নম্বর ডিঅ্যাক্টিভেট করা হয়েছে।

মোট ২১টি আঞ্চলিক ভাষায় পাওয়া যায় এই Sanchar Saathi অ্যাপ: চলতি বছর  অর্থাৎ ২০২৫ সালের জানুয়ারি মাসে লঞ্চ করা হয়েছিল এই Sanchar Saathi অ্যাপটি। আর এই অ্যাপের মাধ্যমে প্রতারণামূলক কল এবং মেসেজের বিরুদ্ধে অভিযোগ জানানোটাও অত্যন্ত সহজ হয়ে গিয়েছে।

advertisement

আরও পড়ুন: সারা রাত ধরে WiFi চালিয়ে রাখছেন? কত পরিমাণ বিদ্যুৎ অপচয় হয়, জানেন কি?

ব্যবহারকারীরা আসলে নিজেদের কল এবং এসএমএস লগের মাধ্যমে মাত্র কয়েকটি ট্যাপ করেই সরাসরি রিপোর্ট পাঠাতে পারেন। হিন্দি এবং ইংরাজির পাশাপাশি এই অ্যাপটি পাওয়া যাচ্ছে মোট ২১টি আঞ্চলিক ভাষায়। আর Android এবং iOS উভয় প্ল্যাটফর্মেই গ্রাহকরা পেয়ে যাবেন Sanchar Saathi অ্যাপটি।

advertisement

প্রতারণামূলক কলের বাড়বাড়ন্ত শেষ:

যোগাযোগ মন্ত্রকের তরফে বলা হয়েছে যে, প্রতারণামূলক কল এবং মেসেজের বিষয়ে অভিযোগ জানানোর প্রক্রিয়া আরও সহজ করে তোলা হয়েছে। যার জেরে ব্যবহারকারীরা মাত্র কয়েক ট্যাপেই নিজেদের কল এবং মেসেজের মাধ্যমে সরাসরি এই বিষয়ে অভিযোগ পাঠাতে পারবেন। এখানেই শেষ নয়, Department of Telecommunications-এর তরফে Financial Fraud Risk Indicator (FRI) জারি করা হয়েছে। যা আর্থিক জালিয়াতির ঝুঁকির সঙ্গে সম্পর্কিত মোবাইল নম্বরগুলির মূল্যায়ন করে তা ক্যাটাগরাইজ করে। গ্রাহকদের সুরক্ষা প্রদান করার জন্য তড়িঘড়ি পদক্ষেপ গ্রহণ করতে ব্যাঙ্ক, NBFC এবং UPI পরিষেবা প্রদানকারীদের অনুমতি দেয় এই টুল।

advertisement

আরও পড়ুন: ঘণ্টার পর ঘণ্টা কানে গুঁজে বসে থাকেন ব্লু টুথ হেডফোন! শরীরের ১২টা তো বাজতেই, বাসা বাঁধছে ক্যানসারও…? সাবধান না হলেই ভয়ঙ্কর বিপদ…

Sanchar Sathi Portal চালু হয়েছিল ২০২৩ সালে:

গত ১৬ মে ২০২৩ তারিখে চালু করা হয়েছিল Sanchar Sathi Portal। আর এর সাফল্যের উপর ভিত্তি করেই গত ১৭ জানুয়ারি ২০২৫ তারিখে  Sanchar Sathi মোবাইল অ্যাপটি চালু করা হয়েছে Department of Telecommunications-এর তরফে। এটি সহজে এবং সরাসরি ভাবে টেলিকম সিকিউরিটি পরিষেবার অ্যাক্সেস দেয় গ্রাহকদের।

advertisement

বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
দারুণ জনপ্রিয়তা লাভ করেছে Sanchar Saathi অ্যাপ; মাত্র ৬ মাসেই ৫০ লক্ষ ডাউনলোড, ইতিমধ্যেই মিলেছে ৫.৩৫ লক্ষ খোওয়া যাওয়া ফোনের হদিশ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল