WiFi Electricity: সারা রাত ধরে WiFi চালিয়ে রাখছেন? কত পরিমাণ বিদ্যুৎ অপচয় হয়, জানেন কি?
- Published by:Ananya Chakraborty
- Reported by:Trending Desk
Last Updated:
WiFi Router Electricity Consumption: ওয়াইফাই রাউটার সারা রাত চালিয়ে রাখলে কী হবে? জানুন প্রযুক্তি বিশেষজ্ঞরা এই বিষয়ে কী বলছেন।
advertisement
আর এর জন্য সারা দিন সারা রাত চালিয়ে রাখতে হয় Wi-Fi সিগন্যাল। তাহলে এর জন্য কি ব্যবহারকারীদের ইলেকট্রিসিটি বিলের উপর চাপ পড়ে? এই বিষয়ে আসলে আমরা সেভাবে ভেবে দেখি না। আসলে বেশিরভাগ মানুষই নিজেদের ওয়াই-ফাই রাউটার সারা রাতই চালু করে রাখেন। ইন্টারনেটের সঙ্গে সারাক্ষণ কানেক্টেড থাকার জন্য এটাকে জরুরি বলে মনে করেন অনেকেই।
advertisement
এই প্রসঙ্গে বলে রাখা ভাল যে, রাতে যদি ওয়াই-ফাই রাউটার বন্ধ রাখা হয়, তাহলে অল্প পরিমাণেই বিদ্যুৎ সাশ্রয় করা যেতে পারে। এই সাশ্রয়ের পরিমাণ এতটাই কম যে, ব্যবহারকারীরা বিদ্যুৎ বিলে এর জন্য খুব বেশি পার্থক্য দেখতে পাবেন না। আসলে সাধারণত এই রাউটার বন্ধ করা হয় না, কারণ রাউটারগুলি দিন-রাত চালিয়ে রাখার জন্যই ডিজাইন করা হয়েছে। তবে ঘন ঘন চালানো কিংবা বন্ধ করা হলে এর আয়ু পর্যন্ত কমে যেতে পারে।
advertisement
advertisement
advertisement
advertisement
রাতে কি আপনার ওয়াই-ফাই বন্ধ করে দেওয়া উচিত? এটি একটি সাধারণ প্রশ্ন। আর অনেকেই বিদ্যুৎ সাশ্রয়ের জন্য এটি করে থাকেন। কিন্তু বলে রাখা ভাল যে, ইন্টারনেট সার্ভিস প্রোভাইডাররা (ISP) কিন্তু এটি করতে নিষেধ করেন। আসলে রাউটারগুলিতে সাধারণত রাতে গুরুত্বপূর্ণ ফার্মওয়্যার আপডেট আসে, যা এর নিরাপত্তা এবং কর্মক্ষমতা বৃদ্ধি করে।
advertisement
advertisement
এছাড়া থার্মোস্ট্যাট, ক্যামেরা এবং ভয়েস অ্যাসিস্ট্যান্টের মতো স্মার্ট ডিভাইসগুলি রাউটারের সঙ্গে কানেক্টেড থাকে। রাতে রাউটার বন্ধ করলে স্মার্ট থার্মোস্ট্যাটের শিডিউল ব্যাহত হতে পারে, সিকিউরিটি বা ডোরবেল ক্যামেরাও অকেজো হয়ে যেতে পারে এবং ভয়েস অ্যাসিস্ট্যান্টগুলি সাড়া দেওয়া পর্যন্ত বন্ধ করে দিতে পারে। তাই দিন হোক কিংবা রাত, কখনওই ওয়াই-ফাই রাউটারটি বন্ধ করা উচিত নয়।