TRENDING:

Oppo Reno 8 Series: জুলাইতেই আসতে পারে Oppo Reno 8 সিরিজের ফোন! কত দাম হবে, ফিচারই বা কেমন ?

Last Updated:

Oppo Reno 8 Series: ভারতে এই দুটি ফোন লঞ্চ করা হতে চলেছে জুলাই মাসের ১৮ তারিখ

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
Oppo Reno 8 Series: ভারতে Oppo তাদের নতুন Oppo Reno 8 সিরিজের ফোন লঞ্চ করতে চলেছে। Oppo Reno 8 সিরিজের মধ্যে রয়েছে দুটি ফোন। এর মধ্যে একটি হল Oppo Reno 8 ফোন এবং আরেকটি হল Oppo Reno 8 Pro ফোন। ভারতে এই দুটি ফোন লঞ্চ করা হতে চলেছে জুলাই মাসের ১৮ তারিখ। Oppo Reno 8 এবং Oppo Reno 8 Pro ফোন এই বছরের প্রথম দিকে চিনে লঞ্চ করা হয়েছে। জানা গিয়েছে যে চিনের সেই ফোনই ভারতে লঞ্চ করা হতে চলেছেন। সুতরাং সেই ফোনের ফিচার এবং স্পেসিফিকেশন একই থাকতে চলেছে। এক নজরে দেখে নেওয়া যাক Oppo কোম্পানির নতুন Oppo Reno 8 সিরিজের ফোনের ফিচার।
advertisement

চিনে লঞ্চ করা Oppo Reno 8 ফোনে রয়েছে ৬.৪৩ ইঞ্চির ফুল এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে। Oppo Reno 8 ফোনে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি যা ১৩০০ চিপসেট যুক্ত। Oppo Reno 8 ফোনে ব্যবহার করা হয়েছে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ। Oppo Reno 8 ফোনে রয়েছে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি শ্যুটার এবং দুটি ২ মেগাপিক্সেলের শ্যুটার। Oppo Reno 8 ফোনের সামনে রয়েছে সেলফি তোলার জন্য রয়েছে ৩২ মেগাপিক্সেলের সেলফি স্ন্যাপার। Oppo Reno 8 ফোনে ব্যবহার করা হয়েছে ৪,৫০০ এমএএইচ ব্যাটারি যা ৮০ ডব্লু ফাস্ট চার্জ যুক্ত।

advertisement

আরও পড়ুন - সাবধান! বন্ধ হয়ে যেতে পারে আপনার Netflix অ্যাকাউন্ট! কেন জানুন

আরও পড়ুন - ভুলেও এই মেসেজে ক্লিক করবেন না! অনলাইন শপিংয়েও সাবধান! খালি হয়ে যাবে ব্যাঙ্কের সব টাকা!

অন্য ,দিকে Oppo Reno 8 Pro ব্যবহার করা হয়েছে ৬.৭ ইঞ্চির ফুল এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে। Oppo Reno 8 Pro ফোনে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি যা ৮১০০ চিপসেট যুক্ত। Oppo Reno 8 Pro ফোনে ব্যবহার করা হয়েছে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ। Oppo Reno 8 Pro ফোনে রয়েছে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি শ্যুটার। Oppo Reno 8 Pro ফোনে রয়েছে ৮ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স। Oppo Reno 8 Pro ফোনে রয়েছে ২ মেগাপিক্সেলের শ্যুটার। Oppo Reno 8 Pro ফোনের সামনে সেলফি তোলার জন্য রয়েছে ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা।

advertisement

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
এই মিষ্টি না থাকলে, লক্ষ টাকার নৈবেদ্যেও অসম্পূর্ণ! কালীপুজোয় 'মাস্ট' কী সেই জিনিস?
আরও দেখুন

Oppo তাদের নতুন Oppo Reno 8 সিরিজের ফোনের ফিচার সম্পর্কে অফিসিয়ালি এখনও কিছু জানায়নি। তারা শুধু জানিয়েছে যে ভারতে ১৮ জুলাই লঞ্চ করা হতে চলেছে তাদের Oppo Reno 8 সিরিজের ফোন। আগামী দিনে এই সিরিজের ফোনের ফিচার সম্পর্কে আরও বিশদে জানা যাবে।

বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
Oppo Reno 8 Series: জুলাইতেই আসতে পারে Oppo Reno 8 সিরিজের ফোন! কত দাম হবে, ফিচারই বা কেমন ?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল