সংস্থার তরফে বলা হয়েছে, “এই নতুন ফিচারগুলি এনে আমরা খুবই আনন্দিত। ওই নতুন আপডেটের সঙ্গে ব্যবহারকারীরা তাদের নিজেদের প্রোফাইল আরও নিয়ন্ত্রণে রাখতে পারবে।” পাশাপাশি Facebook ইভেন্টস চালু করা হচ্ছে।
Facebook-এর এই নতুন ফিচার্সগুলি কীভাবে ব্যবহার করতে হবে?
স্টেপ ১- Facebook অ্যাপ চালু করতে হবে।
স্টেপ ২- অ্যাপের সেটিংস অপশনে যেতে হবে।
advertisement
স্টেপ ৩- অ্যাপ ব্যবহারকারীর যাবতীয় তথ্য দেখা যাবে নিচে। সেখানে স্ক্রল ডাউন করে যেতে হবে।
স্টেপ ৪- ট্রান্সফার অ্যা কপি অফ ইয়োর ইনফরমেশন (Transfer a copy of your information) অপশনে ক্লিক করতে হবে
স্টেপ ৫- নেক্সট (Next) অপশনে ক্লিক করতে হবে
স্টেপ-৬- কোথায় তথ্য ট্রান্সফার করা হবে তার ডেস্টিনেশন সিলেক্ট করতে হবে। যেমন- Google Calendar
স্টেপ ৭- কী কী ট্রান্সফার করা হবে তার অপশনে ক্লিক করতে হবে
স্টেপ ৮- কোন তারিখ থেকে কোন তারিখ পর্যন্ত সিলেক্ট করতে হবে
স্টেপ ৯- নেক্সট অপশনে ক্লিক করতে হবে এবং তারপর কানেক্ট অপশনে ক্লিক করতে হবে।
স্টেপ ১০- Google অ্যাকাউন্টে লগ ইন করতে হবে
স্টেপ ১১- তারপর কনফার্ম করলেই সব তথ্য Google স্টোর হবে।
এই সুবিধা পেতে কোনও সমস্যা হলে Facebook অ্যাপটি আপডেট করা যেতে পারে। এতে সমস্যা সমাধান হওয়ার সম্ভাবনা থাকে।
