এছাড়াও ফোনের মধ্যে অনেক ধরনের ব্যক্তিগত তথ্যও থাকে। কিন্তু সেগুলো অন্যের হাতে গেলে সমস্যার সৃষ্টি হতে পারে। এই ব্যক্তিগত তথের মধ্যে একটি গুরুত্বপূর্ণ বিষয় হল মেসেজ। এর ফলে সেই সকল ব্যক্তিগত মেসেজ খুবই গুরুত্ব সহকারে সুরক্ষিত রাখা প্রয়োজন। কারণ সেই সকল মেসেজ অন্যের হাতে চলে গেলে সমস্যা হতে পারে।
ফোনের কোম্পানি তাদের ইউজারদের সুরক্ষা দেওয়ার জন্য বিভিন্ন ধরনের অপশনের ব্যবহার করছে। অনেকেই নিজেদের ফোনে মেসেজ পাঠানোর জন্য বিভিন্ন ধরনের অ্যাপ ব্যবহার করে থাকে।
advertisement
আরও পড়ুন : রসুনের খোসা ছাড়ানো থেকে চিকেন শ্রেড, রান্নাঘরের বিরক্তিকর কাজগুলোই এই টোটকায় সারুন চোখের নিমেষে
আইফোনের ইউজাররা তাদের মেসেজ অন্যের থেকে লুকিয়ে রাখার জন্য ফেস আইডি ব্যবহার করতে পারে। এর মাধ্যমে WhatsApp ও Telegram-এর মতো মেসেজিং প্ল্যাটফর্ম ব্যবহার করার ক্ষেত্রেও ফেস আইডি লক ব্যবহার করা সম্ভব। এর ফলে নিজেদের মেসেজ হাইড করে সুরক্ষিত রাখা সম্ভব হবে।
আরও পড়ুন : রান্নায় ঝাল বেশি হয়ে গিয়েছে? কমিয়ে ফেলুন এই সহজ টোটকায়
আইফোনের ইউজাররা বিভিন্ন ধরনের মেসেজিং প্ল্যাটফর্ম ব্যাবহার করার ক্ষেত্রে ফেস আইডি এনেবল করে রাখতে পারে। এর ফলে অন্যদের থেকে তাদের মেসেজ হাইড করে রাখা সহজ হবে। আইফোনের ইউজার যারা WhatsApp ও Telegram-এর মোত মেসেজিং প্ল্যাটফর্ম ব্যবহার করে সেই ক্ষেত্রেও ফেস আইডি দিয়ে তা ব্লক করে রাখা সম্ভব। এর ফলে WhatsApp ও Telegram-এর মতো মেসেজিং অ্যাপের মেসেজ হাইড করে রাখতে পারবে আইফোনের ইউজাররা। এক নজরে দেখে নেওয়া যাক সেই উপায়।
আরও পড়ুন : কাঁথা স্টিচের শাড়ির সঙ্গে বড় লাল টিপ, ঋতুরাজ বসন্তের সমাগমে চিরকালীন বাঙালি সাজে ধরা দিলেন ঋতু, দেখুন ছবি
স্টেপ ১ - এর জন্য প্রথমেই নিজেদের আইফোনে ওপেন করতে হবে নিজেদের পছন্দ অনুযায়ী WhatsApp ও Telegram-এর মতো মেসেজিং অ্যাপ।
স্টেপ ২ - সেই অ্যাপ ওপেন করার পর যেতে হবে সেটিং (Setting) অপশনে। সেখান থেকে যেতে হবে অ্যাকাউন্ট (Account) অপশনে।
স্টেপ ৩ - এরপর ওপেন করতে হবে প্রাইভেসি (Privacy) অপশন। সেখান থেকে যেতে হবে WhatsApp ও Telegram এর স্ক্রিন লক (Screen Lock) সেটিং অপশনে।
স্টেপ ৪ - এরপর ওপেন করতে হবে প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি (Privacy & Security) অপশন।
স্টেপ ৫ - এরপর ওপেন করতে হবে পাসকোড (Passcode) এবং ফেসআইডি (Face ID) অপশন।
স্টেপ ৬ - এরপর প্রোফাইল আইকন (Profile Icon) ওপেন করতে হবে। সেখান থেকে যেতে হবে প্রাইভেসি (Privacy) অপশনে।
স্টেপ ৭ - এরপর সেখান থেকে স্ক্রিন লক (Screen Lock) অপশনে যেতে হবে।