OnePlus 13-এ চোখ ধাঁধানো ফিচার রয়েছে। দাম বেশি হওয়াই স্বাভাবিক। তবে কম বাজেটে শক্তিশালী পারফরম্যান্স চাইলে OnePlus 13R দুর্দান্ত বিকল্প। একাধিক ছাড় এবং এক্সচেঞ্জ অফারও পাচ্ছেন গ্রাহক। দাম আরও কমবে।
আরও পড়ুন: কতদিন ‘বাঁচবেন’ আপনি? নখেই লুকিয়ে বড় ‘ক্লু’! নিজেই দেখে বুঝতে পারবেন কীভাবে? জেনে নিন
advertisement
নির্দিষ্ট ব্যাঙ্ক কার্ডে ৩ হাজার টাকার অতিরিক্ত ছাড় পাওয়া যাচ্ছে। দাম কমে দাঁড়াচ্ছে ৩৯,৯৯৯ টাকা। অ্যামাজন পুরনো ফোনের বদলে ৪০,৮০০ পর্যন্ত এক্সচেঞ্জ ভ্যালু দিচ্ছে। যদি কেউ OnePlus 10R থেকে আপগ্রেড করেন, তাহলে ১০ থেকে ১৩ হাজার পর্যন্ত অতিরিক্ত ডিসকাউন্ট পেতে পারেন। সব মিলিয়ে 13R-এর দাম ৩০ হাজারের নীচে নেমে আসবে।
এখন প্রশ্ন হল, OnePlus 13R কেনা কী উচিত হবে? বিশেষজ্ঞরা বলছেন, ৪টি কারণে এই ফোন কেনা লাভজনক হতে পারে। তবে একটি অসুবিধাও রয়েছে। এখানে সুবিধা এবং অসুবিধাগুলি বিস্তারিত জানানো হল। গ্রাহককে তাঁর প্রয়োজন অনুযায়ী সিদ্ধান্ত নিতে হবে।
OnePlus 13R-এ রয়েছে 6.78 ইঞ্চির 1.5K রেজোলিউশন ডিসপ্লে। যার 120Hz রিফ্রেশ রেট ও 4,500 নিটস পিক ব্রাইটনেস। OnePlus 12R-এর মতোই শক্তিশালী। তবে এবার এতে কার্ভড ডিসপ্লের বদলে ফ্ল্যাট ডিজাইন দেওয়া হয়েছে। অনেকটা iPhone 16, Galaxy S25, iQOO 13-এর মতো প্রিমিয়াম ফোনের মতো। রয়েছে Aqua Touch প্রযুক্তির সঙ্গে নতুন Glove Mode। মোটা উলের বা লেদারের গ্লাভস পরেও ফোন ব্যবহার করতে পারবেন ইউজাররা।
OnePlus 13R-এ রয়েছে Snapdragon 8 Gen 3 প্রসেসর, 16GB RAM এবং 512GB স্টোরেজ। গেমিং ও মাল্টিটাস্কিং-এর জন্য আদর্শ। উন্নত থার্মাল ম্যানেজমেন্ট প্রযুক্তি ফোনকে বেশি গরম হওয়া থেকে রক্ষা করে, এমনকি চার্জিংয়ের সময়ও!
এতে 6,000mAh ব্যাটারি রয়েছে, যা OnePlus 12R-এর 5,500mAh ব্যাটারির চেয়েও বড়। মাত্র ৫০ মিনিটেই সম্পূর্ণ চার্জ হয়ে যায়। চলে প্রায় দেড় দিন। সিলিকন কার্বন ব্যাটারি ব্যবহারের ফলে দীর্ঘমেয়াদে পারফরম্যান্সও ভাল পাওয়া যায়।
OnePlus 13R Android 15-এর OxygenOS 15-এ চলে, যা ৪ বছরের OS আপডেট ও ৬ বছরের সিকিউরিটি আপডেট দিচ্ছে। AI Notes, Circle to Search, এআই গ্যালারি টুল (AI Unblur, AI Reflection Eraser)-এর মতো নতুন সফটওয়্যার ফিচারও থাকছে এতে।
কিন্তু ক্যামেরার পারফরম্যান্স অতটা ভাল নয় বলে মনে করছেন বিশেষজ্ঞদের একাংশ। এতে ৫০-মেগাপিক্সেল প্রধান ক্যামেরা, ৫০-মেগাপিক্সেল টেলিফটো লেন্স ও ৮-মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড লেন্স, সঙ্গে ১৬-মেগাপিক্সেল সেলফি ক্যামেরা রয়েছে। আল্ট্রা-ওয়াইড ক্যামেরায় শার্পনেসের ঘাটতি থাকতে পারে। সেলফি ক্যামেরায় অটোফোকাস নেই।