TRENDING:

সুখবর! পকেট ফাঁকা হলেও এবার UPI তে কিনতে পারবেন দামি জিনিস! চালু হচ্ছে নতুন নিয়ম!

Last Updated:
শীঘ্রই ইউপিআই-এ (UPI) কিউআর কোড (QR Code) স্ক্যান করেই ইএমআই-তে ভাগ করা যাবে পেমেন্ট, এনপিসিআই আনছে নতুন ফিচার!
advertisement
1/9
সুখবর! পকেট ফাঁকা হলেও এবার UPI তে কিনতে পারবেন দামি জিনিস! চালু হচ্ছে নতুন নিয়ম!
এখন আর বড় অঙ্কের কেনাকাটায় আলাদা ঝামেলা নেই। খুব শিগগিরই ইউপিআই-এ (UPI) কেবল একটি কিউআর কোড (QR Code) স্ক্যান করেই পেমেন্টকে ইএমআই-তে (EMI) ভাগ করা যাবে।
advertisement
2/9
এই প্রক্রিয়ায় ধাপে ধাপে কিছু সহজ স্টেপ অনুসরণ করতে হবে, তারপর পছন্দসই ইএমআই পরিকল্পনা বেছে নেওয়া যাবে এবং সহজেই সম্পূর্ণ হবে পেমেন্ট।
advertisement
3/9
ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া (NPCI) ডিজিটাল পেমেন্ট ব্যবস্থার নতুন ধাপের দিকে এগোচ্ছে। ইতিমধ্যেই ইউপিআই-এ রুপে ক্রেডিট কার্ড এবং ক্রেডিট লাইন যুক্ত হয়েছে। এবার লক্ষ্য হল ইউপিআই লেনদেনকেই সরাসরি ইএমআই-তে রূপান্তর করা।
advertisement
4/9
এই ফিচার কার্যকর হলে অনেক বেশি মানুষের কাছে ক্রেডিট সুবিধা পৌঁছে যাবে, বড় অঙ্কের কেনাকাটা সহজ হবে এবং ভারতের প্রধান ডিজিটাল পেমেন্ট প্ল্যাটফর্ম হিসেবে ইউপিআই আরও শক্তিশালী হবে।
advertisement
5/9
এই নতুন সুবিধা চালু হলে ব্যবহারকারীরা ইউপিআইয়ের মাধ্যমে সরাসরি লেনদেন করে সেটিকে মাসিক কিস্তিতে ভাগ করতে পারবেন। পুরো মডেলটি কার্ড-ভিত্তিক পস (POS) পেমেন্টের মতো কাজ করবে, যেমন গ্রাহকরা কার্ড সোয়াইপ করে ইএমআই বেছে নেন।
advertisement
6/9
রুপে ক্রেডিট কার্ডের মাধ্যমে ইউপিআই ব্যবহার ইতিমধ্যেই বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। এবার ইএমআই যুক্ত হলে ইউপিআই শুধুমাত্র লেনদেন নয়, বরং ক্রেডিট ব্যবহারের জন্যও বড় একটি প্ল্যাটফর্মে পরিণত হবে। ইতিমধ্যেই একাধিক ব্যাঙ্ক নাভি (Navi) এবং পেটিএম (Paytm)-এর মতো ফিনটেক সংস্থার সঙ্গে হাত মিলিয়েছে।
advertisement
7/9
নাভির সিইও রাজীব নরেশ জানিয়েছেন, ইএমআই বিকল্পটি এখনও চালু হয়নি। তবে আগামী পর্যায়ে গ্রাহকরা যখন কিউআর কোড স্ক্যান করবেন, তখনই সরাসরি পেমেন্টকে ইএমআই-তে ভাগ করার সুযোগ পাবেন।
advertisement
8/9
এক গুরগাঁও-ভিত্তিক ফিনটেক উদ্যোক্তা জানিয়েছেন, ইউপিআইয়ের মাধ্যমে ক্রেডিট লাইন ব্যবহৃত হলে এনপিসিআই প্রায় ১.৫% ইন্টারচেঞ্জ ফি নেওয়ার পরিকল্পনা করছে। এর ফলে একটি স্থায়ী রাজস্ব উৎস তৈরি হবে। পে-ইউ (PayU)-এর সিইও অনির্বাণ মুখার্জিও জানিয়েছেন, ইউপিআই-তে ইনস্ট্যান্ট ক্রেডিট চালু হলে তার বিরাট সম্ভাবনা তৈরি হবে।
advertisement
9/9
ইউপিআই লেনদেনের নতুন সীমা এই মাস থেকে ইউপিআই লেনদেনের সীমা বাড়ানো হয়েছে। বিনিয়োগ ও বিমায় সীমা ২ লাখ থেকে বাড়িয়ে প্রতি লেনদেনে ৫ লাখ, দৈনিক সর্বাধিক ১০ লাখ। সরকারি ই-মার্কেটপ্লেস ও কর প্রদানের সীমা ১ লাখ থেকে বাড়িয়ে ৫ লাখ। ভ্রমণ বুকিংয়ে প্রতি লেনদেনে ৫ লাখ এবং দৈনিক সর্বাধিক ১০ লাখ। ক্রেডিট কার্ড বিল পেমেন্টে সীমা একবারে ৫ লাখ এবং দৈনিক সর্বাধিক ৬ লাখ। ঋণ ও ইএমআই সংগ্রহে প্রতি লেনদেনে ৫ লাখ, দৈনিক সর্বাধিক ১০ লাখ। গয়না কেনাকাটায় সীমা ১ লাখ থেকে দ্বিগুণ হয়ে ২ লাখ, দৈনিক সর্বাধিক ৬ লাখ। টার্ম ডিপোজিটে সীমা ২ লাখ থেকে বাড়িয়ে প্রতি লেনদেনে ৫ লাখ।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
সুখবর! পকেট ফাঁকা হলেও এবার UPI তে কিনতে পারবেন দামি জিনিস! চালু হচ্ছে নতুন নিয়ম!
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল