TRENDING:

Google Chrome Cyber Crime: গুগুল ক্রোমেই লুকিয়ে আসল সাইবার ক্রাইম! খবরদার ক্লিক করবেন না, করলেই লুঠ হবে জরুরী তথ্য! সাইবার বিশেষজ্ঞদের বিশেষ পরামর্শ

Last Updated:

ইন্টারনেটের দুনিয়া সম্পর্কে সড়গড় হতে হবে। বিশেষ করে ওয়েব ব্রাউজিংয়ের সময়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নয়াদিল্লি: ইন্টারনেট বিপজ্জনক স্থান। বিশেষ করে নতুনদের কাছে। এখানে প্রতি মুহূর্তে বিপদ ওঁত পেতে থাকে। ইউজারের তথ্য হাতিয়ে নেওয়ার জন্য প্রতারকরা নিত্যনতুন ফাঁদ পেতে অপেক্ষা করে। তাই ইন্টারনেটের দুনিয়া সম্পর্কে সড়গড় হতে হবে। বিশেষ করে ওয়েব ব্রাউজিংয়ের সময়।
advertisement

একটি নতুন ম্যালওয়্যারের সন্ধান মিলেছে। অবিকল গুগল ক্রোমের মতো দেখতে। আসলে ছদ্মবেশ। গুগল ক্রোম বিশ্বের জনপ্রিয় সার্চ ইঞ্জিনগুলির মধ্যে একটি। ফলে বিশ্বাস করে অনেক ইউজারই ফাঁদে পা দিয়েছেন। ব্যস নিমেষে চুরি হয়ে গিয়েছে পাসওয়ার্ড থেকে শুরু করে যাবতীয় নথি।

আরও পড়ুনবাইক সাইড স্ট্যান্ডে রাখেন? ভুল করছেন, আপনার অজান্তে হয়ে যাচ্ছে বড় ক্ষতি

advertisement

সাইবার সিকিউরিটি বিশেষজ্ঞরা বলছেন, মোবাইলের নিরাপত্তাকে হুমকির মুখে ফেলে দিয়েছে এই ম্যালওয়্যার। বিশেষ করে যাঁরা অ্যান্ড্রয়েডে গুগল ক্রোম ব্যবহার করেন। এটা ‘রোমিং ম্যান্টিস’-এর সঙ্গে যুক্ত অ্যান্ড্রয়েড এক্সলোডার ম্যালওয়্যারের উন্নত সংস্করণ। সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হল, ইউজার ছাড়াই এটা নিজেকে কার্যকর করতে পারে।

রিপোর্ট থেকে জানা যাচ্ছে, সংক্ষিপ্ত ইউআরএল-সহ এসএমএস থেকে এই ম্যালওয়্যার ছড়িয়ে পড়ে। ইউআরএলে ক্লিক করলেই ইউজারকে একটি নতুন পেজে নিয়ে যায়। সেখানে অ্যান্ড্রয়েড ইনস্টলেশন ফাইল ডাউনলোড করতে বলে, যা দেখতে নিরীহ মোবাইল অ্যাপের মতোই।

advertisement

আরও পড়ুন  Reset Andoid Phone: রিসেট করলেই পুরনো অ্যান্ড্রয়েড ফোন হবে একদম নতুনের মতো, কীভাবে ‘ফ্যাক্টরি রিসেট’ করবেন জানুন

ম্যাকাফি গবেষকরা এই ম্যালওয়্যারের পরিচয় সামনে এনেছেন। ইনস্টলেশনের পর স্বয়ংক্রিয়ভাবে সক্রিয় হয়ে যায়। দেখতে অবিকল গুগল ক্রোমের মতো। ইউজারদের ডিফল্ট এসএমএস অ্যাপ্লিকেশন হিসেবে সেট করতে বলে। ইউজার ফাঁদে পা দিলেই পাসওয়ার্ড থেকে ছবি, এমনকী হার্ডওয়্যারের গুরুত্বপূর্ণ বিবরণও ফাঁস হয়ে যায়।

advertisement

বাঁচার উপায়: ম্যাকাফি এটা গুগলকে জানিয়েছে। তবে ইউজাররা অ্যান্ড্রয়েড ডিভাইসকে সুরক্ষিত রাখতে বেশ কিছু সতর্কতা অবলম্বন করতে পারেন। এর জন্য গুগল প্লে প্রোটেক্ট অন করতে হবে।

আরও পড়ুনXiaomi Warning: ফোনের স্ক্রিন বাঁচাতে প্রোটেক্টর লাগাচ্ছেন? মুছে যাচ্ছে ফোনের ওয়ারেন্টি, ফোন বন্ধ পর্যন্ত হতে পারে, সতর্ক করছে Xiaomi

ডিভাইসে গুগল প্লে স্টোর খুলে ডান দিকের কোণে প্রোফাইল পিকচারে ক্লিক করতে হবে।

advertisement

এখানে ‘প্লে প্রোটেক্ট’ অপশন রয়েছে। এতে ক্লিক করলে একটি পেজ খুলে যাবে। সেখানে ‘টার্ন অন’-এ ক্লিক করতে হবে। তাহলে চালু হয়ে যাবে গুগল প্লে প্রোটেক্ট।

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

অপরিচিত ওয়েবসাইট থেকে কিছু ডাউনলোড না করাই উচিত। সবসময় অফিসিয়াল ওয়েবসাইট ব্যবহার করতে হবে। পাশাপাশি অনলাইন গেমিংয়ের সময় স্ক্রিনে পপ আপ করতে থাকা বিভিন্ন ডাউনলোড লিঙ্কের দিকে নজর রাখা উচিত।

বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
Google Chrome Cyber Crime: গুগুল ক্রোমেই লুকিয়ে আসল সাইবার ক্রাইম! খবরদার ক্লিক করবেন না, করলেই লুঠ হবে জরুরী তথ্য! সাইবার বিশেষজ্ঞদের বিশেষ পরামর্শ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল