Reset Andoid Phone: রিসেট করলেই পুরনো অ্যান্ড্রয়েড ফোন হবে একদম নতুনের মতো, কীভাবে ‘ফ্যাক্টরি রিসেট’ করবেন জানুন

Last Updated:

অবাঞ্ছিত অ্যাপ, ম্যালওয়্যারের হাত থেকে মুক্তি তো মিলবেই, ভিডাইসের স্টোরেজ স্পেসও খালি হয়ে যাবে।

মুম্বই: নতুন ফোন। যেমন স্পিড তেমন পারফরম্যান্স। কিন্তু বছর দুয়েক চলার পরই ঝামেলা শুরু। স্পিড তো কমেই। পারফরম্যান্সও কহতব্য নয়। পুরনো অ্যান্ড্রয়েড ফোনকে কি আবার নতুনের মতো করে তোলা যায়? এর উত্তর হল, হ্যাঁ। এর জন্য ফ্যাক্টরি রিসেট করতে হবে।
ফ্যাক্টরি রিসেটের কথা শুনে মনে মনে হতে পারে, কোনও জটিল প্রক্রিয়া বুঝি। আদতে তেমন কিছু নয়। ফোন রিসেট করলে নতুনের চেয়েও ভাল পারফরম্যান্স পাওয়া যায়। এতে অবাঞ্ছিত অ্যাপ, ম্যালওয়্যারের হাত থেকে মুক্তি তো মিলবেই, ভিডাইসের স্টোরেজ স্পেসও খালি হয়ে যাবে।
আরও পড়ুনTravel Destination: সপ্তাহান্তে দার্জিলিংয়ের কাছেই পাইনে ঘেরা এই গ্রামে ঘুরে আসুন! মন ভাল হয়ে যাবে
পুরনো অ্যান্ড্রয়েড ফোন কাউকে বিক্রি করলে বা দিয়ে দিলেও ফ্যাক্টরি রিসেট করা উচিত। রিসেট করার আগে সমস্ত ডেটার কপি করে নিতে হবে, কারণ সেগুলো আর পাওয়া যাবে না। তাছাড়া ফোনে যাতে পর্যাপ্ত ব্যাটারি থাকে, সেটাও নিশ্চিত করতে হবে।
advertisement
advertisement
প্রথম ধাপ: সেটিংসে গিয়ে সিস্টেম অপশনে ক্লিক করতে হবে।
দ্বিতীয় ধাপ: এখানে স্ক্রোল করলে একদম নিচের দিকে পাওয়া যাবে ‘রিসেট’ অপশন। এবার এখানে ক্লিক করতে হবে।
তৃতীয় ধাপ: এবার ‘ইরেজ অল ডেটা’ অপশনে ক্লিক করতে হবে। কিছু ডিভাইসে এটা ‘ফ্যাক্টরি রিসেট’ অপশন হিসেবে দেওয়া থাকে।
advertisement
চতুর্থ ধাপ: এরপর নিরাপত্তার জন্য ডিভাইসের পিন চাওয়া হবে।
পঞ্চম ধাপ: এবার ফোন নিজের মতো করে রিসেট করতে থাকবে।
আরও পড়ুনSwelling Feet: হঠাৎ পা ফুলে যাচ্ছে ? লক্ষণ ভাল নয়, কী কী হতে পারে?
সফটওয়্যার সমস্যার কারণে অনেক সময় সেটিংসে ঢোকা যায় না। সেক্ষেত্রে রিকভারি মোড ব্যবহার করে অ্যান্ড্রয়েড ফোনে ফ্যাক্টরি রিসেট করতে হয়।
advertisement
প্রথম ধাপ: এর জন্য প্রথমে ফোন অফ করতে হবে।
দ্বিতীয় ধাপ: এবার একসঙ্গে পাওয়ার এবং ভলিউম ডাউনের বাটনে টিপে ধরে রাখতে হবে। এতে ফোন বুট করবে।
তৃতীয় ধাপ: স্ক্রিন চালু না হওয়া পর্যন্ত এই দুটি বোতাম একসঙ্গে টিপে ধরে রাখতে হবে।
চতুর্থ ধাপ: এরপর ভাষা নির্বাচন করতে বলবে।
পঞ্চম ধাপ: তারপর ‘রিকভারি’ অপশনে গিয়ে ‘ওয়াইপ ডেটা’ অপশন সিলেক্ট করতে হবে।
advertisement
ষষ্ঠ ধাপ: এবার দিতে হবে ভেরিফিকেশন কোড। তারপর ফর্ম্যাট ডেটা অপশনে ক্লিক করলেই রিসেট চালু হয়ে যাবে।
view comments
বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
Reset Andoid Phone: রিসেট করলেই পুরনো অ্যান্ড্রয়েড ফোন হবে একদম নতুনের মতো, কীভাবে ‘ফ্যাক্টরি রিসেট’ করবেন জানুন
Next Article
advertisement
Weekly Horoscope: সাপ্তাহিক রাশিফল ১০ নভেম্বর, ২০২৫ – ১৬ নভেম্বর, ২০২৫: দেখে নিন এই সপ্তাহ নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
সাপ্তাহিক রাশিফল ১০ – ১৬ নভেম্বর, ২০২৫: দেখে নিন এই সপ্তাহ নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী
  • সাপ্তাহিক রাশিফল ১০ – ১৬ নভেম্বর, ২০২৫

  • দেখে নিন এই সপ্তাহ নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

  • দেখে নিন সাপ্তাহিক রাশিফল

VIEW MORE
advertisement
advertisement