TRENDING:

Cyber Security: প্রোঅ্যাকটিভ সাইবার সিকিউরিটির পথে কলকাতা! ট্রেন্ড মাইক্রোর নতুন উদ্যোগ, বিস্তারিত জানুন...

Last Updated:

Cyber Security: ট্রেন্ড মাইক্রোর সাইবার নিরাপত্তা ওয়ার্ল্ড ট্যুর এবার এল কলকাতায়। AI-চালিত নিরাপত্তা, রিয়েল টাইম হুমকি প্রতিরোধ এবং আইটি-ওটি একত্রিত প্রতিরক্ষা নিয়ে বিশেষজ্ঞদের আলোচনায় উঠে এল ভবিষ্যতের প্রোঅ্যাকটিভ সাইবার সুরক্ষার দিশা...

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: আন্তর্জাতিক সাইবার সিকিউরিটি সংস্থা Trend Micro সম্প্রতি তাদের ভারতে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ট্যুরের কলকাতা পর্ব সফলভাবে শেষ করেছে। এই অনুষ্ঠানে ৪৫টি সংস্থার ৯০ জনেরও বেশি প্রতিনিধি উপস্থিত ছিলেন। এবারের মূল বার্তা ছিল – “Proactive Security Starts Here”, অর্থাৎ সাইবার আক্রমণ হলে তবেই ব্যবস্থা নেওয়ার বদলে আগে থেকেই সুরক্ষা তৈরি করা উচিত।
প্রোঅ্যাকটিভ সাইবার সিকিউরিটির পথে কলকাতা! ট্রেন্ড মাইক্রোর নতুন উদ্যোগ, বিস্তারিত জানুন...
প্রোঅ্যাকটিভ সাইবার সিকিউরিটির পথে কলকাতা! ট্রেন্ড মাইক্রোর নতুন উদ্যোগ, বিস্তারিত জানুন...
advertisement

অনুষ্ঠানে ট্রেন্ড মাইক্রোর ভারত ও সার্ক অঞ্চলের কান্ট্রি ম্যানেজার শারদা টিক্কু বলেন, আজকাল হ্যাকাররা কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ব্যবহার করে খুব দ্রুত সাইবার হামলা চালাচ্ছে। তবে ভাল খবর হলো, প্রতিরক্ষা ব্যবস্থায় ব্যবহৃত AI প্রযুক্তিও এখন অনেক বেশি উন্নত হচ্ছে। এটি এখন আগেই হুমকি চিনে ফেলে, স্বয়ংক্রিয়ভাবে প্রতিক্রিয়া দেয় এবং সময়মতো সমস্যার সমাধান করে।

advertisement

আরও পড়ুন: মাত্র ১০ হাজার টাকা ডাউনপেমেন্টেই কিনতে পারবেন টাটা পাঞ্চ! জানুন কীভাবে…

তিনি বলেন, Agentic AI নামে এক নতুন প্রযুক্তি এখন কাজে লাগানো হচ্ছে, যেখানে বুদ্ধিমান সফটওয়্যার এজেন্টরা একসাথে কাজ করে আগেভাগেই আক্রমণ প্রতিরোধ করে। এর মধ্যে ট্রেন্ড মাইক্রোর Trend Vision One™ প্ল্যাটফর্ম ও Trend Cybertron নামের AI মডেল রয়েছে, যা ঝুঁকি স্কোর, অ্যানালাইসিস ও স্বয়ংক্রিয়ভাবে সমস্যা সমাধানের ক্ষমতা রাখে।

advertisement

এরপর একটি প্যানেল আলোচনা হয় – “Proactive Security: The Next Big Shift”, যেখানে Coal India, SAIL এবং Tata Steel-এর সিনিয়র আধিকারিকরা অংশ নেন। তারা বলেন, শুধু প্রযুক্তির উপর নির্ভর করলে চলবে না, ব্যবহারকারীদের সচেতনতা এবং সংস্থার প্রতিটি স্তরে সুরক্ষা নীতিকে বাস্তবায়ন করাও জরুরি।

advertisement

আরও পড়ুন: প্রস্রাবের রং বলে দেবে আপনার লিভারের কী অবস্থা! লিভার সুস্থ রাখতে এই খাবারগুলি ‘মাস্ট’

Coal India-এর ডঃ পাত্র বলেন, সাইবার নিরাপত্তা শুরু হওয়া উচিত ব্যবহারকারী ও ফিজিকাল সিকিউরিটি দিয়ে, বিশেষ করে যখন IT ও OT (Operational Tech) একসাথে মিশে যাচ্ছে। Tata Steel-এর প্রতিনিধিরা বলেন, সংস্থার পক্ষে সবচেয়ে বড় হুমকি কোথায় সেটা বুঝে সেই অনুযায়ী রিসোর্স ব্যবহার করতে হবে।

advertisement

সবাই একমত হন যে সাইবার নিরাপত্তা এককালীন কিছু নয় – এটা একটি ধারাবাহিক প্রক্রিয়া। Automation, Real-time Monitoring, এবং AI-এর সঠিক ব্যবহার এর ভবিষ্যৎ। তবে AI যতই শক্তিশালী হোক, সেটি নিয়ন্ত্রণে রাখতে উপযুক্ত নিয়ম ও কাঠামো (যেমন ISO 42001) প্রয়োজন।

পূর্ব ভারতের বাজার এখন প্রযুক্তির দিক থেকে দ্রুত উন্নত হচ্ছে। Trend Micro এই অঞ্চলে গত ১৫ বছর ধরে কাজ করছে এবং এখন Unified Platform ও SOC as a Service (SOCaaS)-এর মতো সমাধানের প্রতি সংস্থাগুলির আগ্রহ বাড়ছে।

এক সাম্প্রতিক রিপোর্টে দেখা গেছে, ভারত সারা বিশ্বে তৃতীয় এবং এশিয়ায় দ্বিতীয় স্থান দখল করে রয়েছে ম্যালওয়্যার আক্রমণের দিক থেকে। মোট ১৯.৩ মিলিয়ন সাইবার হুমকি শনাক্ত হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ব্যাঙ্কিং, সরকারি ও ফিনান্স সংস্থাগুলি।

এই ধরনের হুমকির বিরুদ্ধে লড়াই করতে ট্রেন্ড মাইক্রো চারটি শহরে তাদের World Tour আয়োজন করছে। পরবর্তী ইভেন্ট অনুষ্ঠিত হবে ১৮ জুলাই ২০২৫ বেঙ্গালুরুতে। এতে সংস্থাগুলি আরও আধুনিক নিরাপত্তা কৌশল শিখতে ও বাস্তবায়ন করতে পারবে।

বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
Cyber Security: প্রোঅ্যাকটিভ সাইবার সিকিউরিটির পথে কলকাতা! ট্রেন্ড মাইক্রোর নতুন উদ্যোগ, বিস্তারিত জানুন...
Open in App
হোম
খবর
ফটো
লোকাল