Liver Damage: প্রস্রাবের রং বলে দেবে আপনার লিভারের কী অবস্থা! লিভার সুস্থ রাখতে এই খাবারগুলি 'মাস্ট'
- Published by:Sounak Chakraborty
- news18 bangla
Last Updated:
Liver Damage: লিভার খারাপের লক্ষণ প্রথমে দেখা যায় প্রস্রাবের রঙে। যদি তা গাঢ় হয়, তাহলে সাবধান হোন। লিভার পরিষ্কার রাখতে প্রতিদিন অতি সস্তার কিছু খাবার ডায়েটে রাখুন। এগুলি লিভারকে ডিটক্সিফাই করতে সাহায্য করে, বিস্তারিত জানুন...
লিভার আমাদের শরীরের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্গ। এর ওজন প্রায় ১.৫ থেকে ২ কেজি পর্যন্ত হয়ে থাকে এবং এটি বহু গুরুত্বপূর্ণ কাজ করে যেমন—খাবার হজম, শক্তি তৈরি ও সংরক্ষণ, প্রোটিন উৎপাদন, ভিটামিন ও খনিজ সংরক্ষণ, এবং রক্ত পরিশোধন। যদি কারও মধ্যে দুর্বলতা, পেট ব্যথা, গা-গোলানো, গাঢ় রঙের প্রস্রাব, চর্মে চুলকানি বা র‍্যাশ, রক্ত জমাট বাঁধায় সমস্যা দেখা দেয়, তাহলে বুঝতে হবে লিভার নষ্ট হতে শুরু করেছে।
advertisement
advertisement
advertisement
হলুদ ও গোলমরিচ – হলুদে থাকে কারকিউমিন, যা দেহের প্রদাহ ও অক্সিডেটিভ স্ট্রেস কমায়। এটি লিভারকে টক্সিন থেকে রক্ষা করে এবং পিত্ত নিঃসরণ ভালো করে। গোলমরিচ লিভার পরিষ্কার করতে সাহায্য করে এবং হলুদের কার্যকারিতা বাড়িয়ে তোলে। অর্ধ চা চামচ হলুদ ও এক চিমটি গোলমরিচ হালকা গরম জল, দুধ বা স্যুপে মিশিয়ে নিন।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement